কৃষকদের ১২০০০ টাকা দিবে ! বাজেটে কেন্দ্রের নতুন প্রকল্প, Union Budget 2025

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Union Budget PM New Scheme 2025: নতুন বছর শুরু হতে না হতেই নতুন নতুন খবর শুনা যাচ্ছে । আর নতুন বছর আসলেই কেন্দ্র সরকার নতুন বাজেট ঘোষণা করেন । তবে এই বাজেট কেন্দ্র সরকার প্রতি বছর ফেব্রুয়ারি মাসের ১ তারিখে ঘোষণা করেন ॥

তবে ১ই ফেব্রুয়ারি শনিবার পড়ছে । যদিও মাসের প্রথম শনিবার ছুটির দিন । তবে ছুটির দিন হবার পরেও এই বাজেট এর দিন পরিবর্তন হবে না বলর জানা গিয়েছে । হয়তো আপনার জানেন যে আগে বাজেট ঘোষণা করা হতো বিকেল ৫টার সময় ॥

কিন্তু এই সময় পরিবর্তন করে সকাল ১১টায় বাজেট করার বড়ো সিদ্ধান্ত ১৯৯৯ সালে নেওয়া হয়েছে । তবে বাজেট এর কোনো দিন নির্ধারণের নিয়ম ছিলো না । আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৭ সালে বাজেট এর দিন ১ই ফেব্রুয়ারি নির্ধারিত করেছেন । এবারে যদিও শনিবার পড়ছে, তাই শনিবার হবার পরেও ১ই ফেব্রুয়ারি বাজেট ঘোষণার চুরান্ত সিদ্ধান্ত নিয়েছে ॥

আরো পড়ুন: – ফ্রি রেশন বন্ধ, এই কাজটি না করলে ! Free Ration Mobile Number Link 2025

Union Budget কেন হয় ?

কেন্দ্রীয় সরকারে এই বাজেট ঘোষণা কেন করা হয় । তবে আপনাদের ছোটো এক কথায় বলতে চাই যে সরকারের কত ঋণ রয়েছে বা কোন প্রকল্পের অর্থ বরাদ্দ হবে বা কোন প্রকল্পের টাকা কত বরাদ্দ হবে এছাড়াও যদি কেন্দ্র নতুন কোনো প্রকল্প চালু করেন । তাহলে সেই নতুন প্রকল্পের বিষয়েও এই বাজেটে ঘোষণা হয় ॥

আর এখন কোনো এক খবর মারফত জানা গেছে যে ১৭৫ লক্ষ কোটির মতো ঋণ ২০২৪ সালের সেপ্টেম্বর মাস অব্ধি হিসেবে দাড়িয়েছে । আর জানা গিয়েছর যে ২০২৫ সালের মার্চ মাস অব্দি ১৮১ লক্ষ কোটি হবার একটি পূর্বভাস রয়েছে ॥

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

পিএম কিষাণ টাকা বাড়ানো হবে কিনা ?

দেশের কৃষকদের জন্য কেন্দ্রীয় সরকার ২০১৯ সালে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প চালু করেছেন । আর সেই ২০১৯ সাল থেকে একি পরিমানের অর্থ সরকার কৃষকদের দিয়ে আসছে । আর এই প্রকল্পের মাধ্যমে কেন্দ্র প্রতি বছর ৩টি কিস্তির মাধ্যমে ৬০০০ টাকা করে দিচ্ছেন ॥

আর মনে রাখা দরকার যে কৃষকরা এই পিএম কিষাণ প্রকল্পের টাকা বাড়ানো নিয়ে কেন্দ্রের কাছে দাবি জানিয়েছে । এছাড়াও এখন অনেক কৃষক সংগঠন কেন্দ্রীয় সরকার এর কাছে সুপারিশ জানিয়েছেন পিএম কিষাণ প্রকল্পের টাকা বাড়ানোর ॥

আরো পড়ুন: – পিএম কিষাণ 6000 বদলে 12,000 টাকা ! PM Kisan Payment News

আর এগুলোর দিকে তাকিয়ে সূত্রের খবর জানা গিয়েছে যে এবারের ২০২৫-২৬ এর নতুন বাজেটে সরকার এই পিএম কিষাণ প্রকল্পের টাকা বাড়ানো হতে পারে । জানা গিয়েছে ৬০০০ এর বদলে সরকার ৮০০০ অথবা ৬০০০ এর বদলে সরকার ১২০০০ টাকা বছরে দেওয়ার সম্ভবনা রয়েছে ॥

তবে অসলেই কি পিএম কিষাণ প্রকল্পের টাকা বছরে বাড়ানো হবে কিনা । এই বিষয়টি শুধুমাত্র ১ই ফেব্রুয়ারি বাজেট ঘোষণা হবার পরেই জানা যাবে । বাজেট ঘোষণা হবার আগে কোনো ভাবে জানা সম্ভব না । তাই আমাদের নজর এখন থাকবে ১ই ফেব্রুয়ারি বাজেট এর দিকে ॥

কৃষক এবং মহিলাদের জন্য নতুন প্রকল্প ?

সূত্রের খবর মারফত জানা গিয়েছে যে দেশের কৃষকদের জন্য কেন্দ্রীয় সরকার ২০২৫-২৬ সালের নতুন বাজেটে নতুন প্রকল্প চালু করা হবে বলে যানা যাচ্ছে । তবে এই বিষয়টিও ১ই ফেব্রুয়ারি ২০২৫ তারিখ এর বাজেট এর দিকেই নজর রাখতে হবে ॥

এছাড়াও জানা যাচ্ছে যে দেশের মহিলাদের জন্যেও কেন্দ্রীয় সরকার নতুন একটি প্রকল্প চালু করতে চলেছেন । তবে এই প্রকল্পের বিষয়ে সঠিক তথ্য শুধুমাত্র ১ই ফেব্রুয়ারির বাজেটে জানা যাবে ॥

এক কথায় বলতে পারেন । কেন্দ্রীয় সরকার ১ই ফেব্রুয়ারিতে যে বাজেট ঘোষণা করবেন । সেই বাজেট ঘোষণা না হওয়া পর্যন্ত কোনো সঠিক তথ্য আপনাদের দেওয়া যাবে । আর এই বিষয় গুলো নিয়ে অনেকেই অনেক রকম বলছেন । তাই সঠিক তথ্য হচ্ছে বাজেট ঘোষণা হবে তার পরেই সব জানা যাবে । তাই এই সমস্ত ফালতু কথা গুলো দিকে নজর দিবেন না ॥

আরো পড়ুন: – ফসলের ক্ষতিপূরণ দিচ্ছে সরকার ! আপনি কত পাবেন দেখুন, Bangla Shasya Bima Payment Check 2025

Union Budget কেন হয় ?

Union Budget PM New Scheme 2025: নতুন বছর শুরু হতে না হতেই নতুন নতুন খবর শুনা যাচ্ছে ।

Leave a Comment