Ration Card New Rules 2025: নতুন বছর আসতে না আসতেই রেশন নিয়ে কড়া নিয়ম । এই নিয়ম না মানলে বন্ধ হবে আপনার রেশন কার্ড । তবে চলুন জেনে নেওয়া সমস্ত তথ্য ॥
Table of Contents
সরকার সাধারন মানুষদের জন্য রেশন ব্যবস্থায় অনেক রকম নিয়ম পরিবর্তন করা হচ্ছে । এছাড়াও জানা গেছে এই নিয়ম নতুন বছর শুরু থেকে নাকি কার্যকর হয়ে উঠবে । রেশন গ্রাহক এবং দোকানদারদের কড়া নির্দেশ ॥
Ration Card New Rules ( এবার নতুন নিয়ম রেশনে ) ?
১. মোবাইল লিংক বাধ্যতামূলক ?
সরকারের নির্দেশ অনুযায়ী প্রত্যেক পরিবারের কমপক্ষে এক জন সদস্যদের রেশন কার্ডে মোবাইল লিংক থাকা বাধ্যতামূলক বা লিংক থাকতেই হবে । যদি কোনো সদস্যোর রেশনে মোবাইল লিংক না থাকে । দেরি না করে দ্রত কাজটি সম্পূর্ণ করুন ॥
মোবাইল নম্বর লিংক কীভাবে করবেন ?
মোবাইল নম্বর লিংক করার জন্য আপনি রেশন অফিসে গিয়ে করাতে পারবেন । এছাড়াও আপনি রেশন দোকান বা BSK সেন্টার এছাড়াও আপনি অনলাইন থেকে করাতে পারবেন ॥
আরো পড়ুন: – কি এই নীল আধার ? নীল আধার কার্ড আলাদা হয় কেন ? What is Blue Aadhaar 2025
মোবাইল লিংক অনলাইন পদ্ধতি ?
১. প্রথমে রেশনের অফিসিয়াল ওয়েব সাইটে আসবেন লিংক নিচে দেওয়া আছে ॥
২. হোম পেজে Self service অপশেনে ক্লিক করবেন ॥
৩. এবার রেশনে মোবাইল লিংক এবং ডিলিংক অপশেনে ক্লিক করবেন ॥
৪. এবার রেশন কার্ড নম্বর বসিয়ে দিবেন এবং সার্চ অপশেনে ক্লিক করবেন ॥
৫. এবার আপনার মোবাইলে ওটিপি যাবে । সেই ওটিপি দিয়ে লগিন হয়ে আপনি মোবাইল নম্বর আপডেট করাতে পারবেন ॥
দুয়ারে রেশন পরিষেবা ?
দুয়ারে রেশন পরিষেবা প্রত্যেক সপ্তাহে ৪দিন মানে মঙ্গলবার থেকে শুরু করে শুক্রবার এর মধ্যর দেওয়া হবে ॥
পস মেশিন বাধ্যতামূলক ?
নতুন এই নিয়মে জানা গেছে প্রত্যেক রেশন ডিলারদের কাছে পস মেশিন থাকা বাধ্যতামূলক । পস মেশিন না থাকলে কিন্তু হবে না । এটি সব ডিলার এর জন্য বাধ্যতামূলক ॥
বর্তমানের পরিসংখ্যান ?
খাদ্য দপ্তর এর তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে প্রায় ২ কোটি ৯ লক্ষের মতো নথিভুক্ত রেশন গ্রাহক রয়েছে । আর এর গ্রাহক গুলোর মধ্যে প্রায় ১ কোটি ৩২ লক্ষ গ্রাহকদের মোবাইল নম্বর লিংক রয়েছে । কিন্তু ৭৭ লক্ষ গ্রাহকের রেশন কার্ড মোবাইল নম্বর লিংক করা নেই ॥
আরো পড়ুন: – কৃষকদের 2000 টাকা দিচ্ছে কেন্দ্র ! কীভাবে এবং কখন পাবেন জানুন, PM Kisan 19th Instalment
এমন পরিবর্তন কেন ?
রেশন ব্যবস্থায় অনেক রকম অপব্যবহার করা হচ্ছে । আর সেগুলো রুখতে বা সেগুলো থামানোর জন্য সরকারের এই পদক্ষেপ । তাই মোবাইল লিংক অবশ্যই করে নিবেন ॥
নিয়ম না মানলে কি হবে ?
সরকারের এই নিয়ম না মানলে । সম্পূর্ণ ভাবে রেশন সংগ্রহ বন্ধ হবে । আর সে জন্য প্রত্যেক রেশন গ্রাহকদের অনুরোধ করা হচ্ছে যে অবশ্যই রেশন কার্ডে মোবাইল লিংক করিয়ে নিন ॥

Ration Card New Rules
Ration Card New Rules 2025: নতুন বছর আসতে না আসতেই রেশন নিয়ে কড়া নিয়ম । এই নিয়ম না মানলে বন্ধ হবে আপনার রেশন কার্ড । তবে চলুন জেনে নেওয়া সমস্ত তথ্য ॥