Ration Card Merge Family: পরিবার একত্রিত করুন মাত্র ২৪ ঘন্টায় ! সেপারেট সদস্য যুক্ত 2025

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Ration Card Merge Family Online Apply 2025, Ration Card Transfer: রেশন কার্ডের পরিবার একত্রিত করবেন কীভাবে অনলাইন থেকে শুধুমাত্র ২৪ ঘন্টার মধ্যে । জানি বিশ্বাস হবে না । কিন্তু এটাই সত্যি ॥

যদি আপনার রেশন কার্ডের পরিবার থেকে এক, দুই, বা তিনটি সদস্য আলাদা হয়ে যাই বা সেপারেট হয়ে যাই । তাহলে সেক্ষেত্রে নিজ পরিবারে একত্রিত করার জন্য বেশ কয়েক দিন সয়ম লাগতো । আর approved হবে কিনা । সেটার উপরে কোনো ভরসা ছিলো না ॥

তবে এখন আর চিন্তার কোনো কারন নেই । আপনি ২৪ ঘন্টায়, আপনার পরিবার থেকে আলাদা বা সেপারেট হয়ে যাওয়া সদস্য গুলোকে একত্রিত করতে পারবেন । তাহলে চলুন এবার সমস্ত বিষয়টি আপনাদের জানিয়ে দেওয়া হোম ॥

রেশন কার্ডের পরিবার ‘Merge Family’ একত্রিত কেন করবেন ?

যদি আপনাদের বুঝাতে চাই । ত‍হলে ধরুন আপনার পরিবারে ১০টি সদস্য রয়েছে । আর এই ১০টি সদস্যদের মধ্যে ৭টি সদস্য তো আপনারা একত্রিত হয়ে আছেন । কিন্তু বাকি ৩টি সদস্য আপনাদের সাথে নেই । ওই ৩টি সদস্য আপনার পরিবার এর বাইরে মানে সম্পূর্ণ ভাবে সেপারেট হয়ে গিয়েছে ॥

আরো পড়ুন: – প্রধানমন্ত্রী ধনধান্য যোজনা সুবিধা কি? PM Dhan Dhanyan Yojana 2025

তবে অনেকেই এই সেপারেট হয়ে যাওয়া রেশন কার্ড গুলো একত্রিত করার জন্য অনেক বার ফর্ম ফিলাপ করেছে সেটা অনলাইন অথবা অফলাইন । কিন্তু কোনো ভাবে পরিবার একত্রিত হয়েনি বা হচ্ছে না । তবে আর চিন্তা নেই এখন ২৪ ঘন্টায় আপনি সেপারেট বা আলাদা হয়ে যাওয়া সদস্য গুলোকে আপনার পরিবারে যুক্ত করাতে পারবেন ॥

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Merge Family করার ৩টি শর্ত ?

তবে যদি আপনি অনলাইন থেকে সেপারেট বা পরিবার থেকে আলাদা হয়ে যাওয়া রেশন গুলো নিজ পরিবারে একত্রিত করতে চান । তাহলে এর জন্য ৩টি শর্ত রয়েছে । এই ৩টি শর্ত মেনে আপনাকে ‘Ration Card Merge Family’ করাতে হবে ॥

প্রথম শর্ত:- ‘Ration Card Merge Family, করার জন্য প্রথম শর্ত হলো দুই পরিবারের রেশন কার্ডের ক্যাটাগরি সেম একি রকম হতে হবে । ( যেমন দুই পরিবারের ক্যাটাগরি sphh+sphh বা phh+phh বা AAY+AAY ) ॥

Ration Card Merge Family
Ration Card Merge Family

দ্বিতীয় শর্ত:- ‘Ration Card Merge Family’ করার জন্য দ্বিতীয় শর্ত হচ্ছে । দুই পরিবার একি ডিলার এর কাছে থাকতে হবে ॥

তৃতীয় শর্ত:- ‘Ration Card Merge Family’ করার জন্য তৃতীয় শর্ত হচ্ছে । যে পরিবারে ৩টি সদস্য রয়েছে । শুধুমাত্র সেই পরিবার এর জন্য এই সুবিধা উপলব্ধ । উদাহরণ নিজে ॥

যদি আপনার পরিবারে ১০টি সদস্য থাকে । আর ১০ জন এর মধ্যে ৭ জন বা ৭টি কার্ড একত্রিত রয়েছে । কিন্তু বাকি ৩টি কার্ড আলাদা হয়ে গিয়েছে । এবার এই আলাদা বা সেপারেট হয়ে যাওয়া ৩টি রেশন কার্ড আপনার মূল পরিবারে ট্রান্সফার বা যুক্ত করাতে পারবেন । এখানে ৪ জন হলে কিন্তু হবে না । সর্বোচ্চ ৩টি পরিবার এর জন্য এই সুবিধা উপলব্ধ ॥

আরো পড়ুন: – মাধ্যমিক পাশে মিউনিসিপ্যালিটি কর্মী নিয়োগ ! WB Municipality Recruitment 2025

Ration Card Merge Family Online ?

১. প্রথমে রেশন কার্ডের অফিসিয়াল ওয়েব সাইটে চলে আসবেন । লিংক আপনারা নিচে পেয়ে যাবেন ॥

২. এবার হোম পেজে বাম দিকে দেখবেন ‘Self Service For Ration Card’ অপশেন রয়েছে । সেখানে ক্লিক করবেন ॥

৩. এখন আপনি একটু নিজের দিকে গেলে দেখতে পাবেন ‘Merge Family’ নামে নতুন অপশেন যুক্ত হয়েছে । সেটাতে ক্লিক করবেন ॥

৪. এবার আলাদা বা সেপারেট হয়ে যাওয়া রেশন কার্ড নম্বর বসাবেন । এখন প্রিভিউ দেখতে পাবেন ॥

৫. সমস্ত কিছু দেখার পরে আপনি ওটিপি পাঠান এ ক্লিক করবেন । এখন আধার রেজিস্টার মোবাইলে ওটিপি যাবে । সেটা বসিয়ে দিবেন ॥

৬. এখন আপনার সামনে পরিবারের ২ বা ৩ জন থাকা সদস্যের তথ্য দেখাবে । এর নিচে রেশন কার্ড নম্বর বসানোর জাইগা থাকবে ॥

Ration Card Merge Family
Ration Card Merge Family

৭. ওই রেশন কার্ড লিখার জাইগায়, যে পরিবারে ট্রান্সফার হতে চাইছে সেই পরিবারের যে কোনো একটি রেশন কার্ড নম্বর বসাবেন এবং সার্চ করবেন ॥

৮. এখন আপনি নিজে দেখতে পাবেন ওই রেশন কার্ডধারীর তথ্য । তার নিজে আপনি ওটিপি পাঠান অপশেনে পাবেন সেখানে ক্লিক করবেন ॥

৯. এখন আধার রেজিস্টার মোবাইলে ওটিপি যাবে । সেই ওটিপি বসিয়ে দিবেন ॥

১০. এবার শেষ ধাপে আপনাকে নিয়ে যাবে । এখানে আপনাকে সাবমিট করতে হবে । তাহলে কাজ শেষ ॥

Ration Card Merge Family এর জন্য কত সময় লাগবে ?

দেখুন সেল্ফ সার্ভিস এর মাধ্যমে কাজ করলে সেটি মাত্র কয়েক মিনিটে কাজ হয়ে যাই । কিন্তু এখন কাজের পরিমান বেশি হবার কারনে বেশ কিছু সময় লেগে যাচ্ছে । এখন প্রায় ২৪ ঘন্টা লেগে যাচ্ছে । আবার কিছু কিছু কাজের জন্য এর থেকেও কম সময় লাগে আবার বেশি । সময়ের কোনো ঠিক নেই ॥

আরো পড়ুন: – এই ৫টি সাধারন ভুলে লক্ষীর ভান্ডার টাকা পাওয়া কঠিন ! Lokkhir Bhandar New Update 2025

কিন্তু এখানে একটি বিষয় মাথায় রাখতে হবে যে ২৪ ঘন্টার মধ্যে কাজ অবশ্যই হবে । তাতে কিছু সময় লাগতেও পারে । কিন্তু এখানে যে Merge Family অপশেন যুক্ত হয়েছে । এটাতে অনেকটাই সময় বেশি নিয়ে নিচ্ছে । তবে অনলাইনে Merge Family অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে কিছু দিন অপেক্ষা করবেন । তাহলে দেখবেন কাজ হয়ে যাবে ॥

Ration Card Merge Family Online ?

Ration Card Merge Family Online Apply 2025, Ration Card Transfer: রেশন কার্ডের পরিবার একত্রিত করবেন কীভাবে অনলাইন থেকে শুধুমাত্র ২৪ ঘন্টার মধ্যে । জানি বিশ্বাস হবে না । কিন্তু এটাই সত্যি ॥

Leave a Comment