পিএম কিষাণ ২,০০০ পরবর্তীতে ৪,০০০ টাকা দিবে ! PM Kisan Upcoming Payment Increase 2025

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

PM Kisan Upcoming Payment Increase for 19th Instalment 2025: প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে টাকা ডবল করতে চলেছেন কেন্দ্র । আর নয় ২০০০ টাকা এবার ২০০০ এর পরবর্তীতে ৪০০০ টাকা পাবেন প্রত্যেক কিস্তিতে ॥

২০১৯ সালে চালু করা হয়েছে এই পিএম কিষাণ প্রকল্প । আর এই প্রকল্প চালু হবার পর থেকে এখনও কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের টাকা বাড়াইনি বা কমাইনি । টাকার পরিমান একি দাড়িয়ে আছে । কিন্তু মনে হচ্ছে এবার টাকা বাড়তে পারে ॥

আরো পড়ুন: – এবার সরকার স্মার্টফোন দিচ্ছে আশা কর্মীদের ! ICDS Smartphone Announcement 2025

পিএম কিষাণ প্রকল্পে ২০০০ এর পরবর্তীতে ৪০০০ টাকা ?

এখন অনেক রকম খবর মারফত জানা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকার নাকি পিএম কিষাণ প্রকল্পে ১৯তম কিস্তির টাকা ৪০০০ টাকা দিবে । তবে এই বিষয়টি কতটা সত্য । আর কেন্দ্রীয় সরকার সত্যি কি পিএম কিষাণ প্রকল্পের টাকা বাড়াবে চলুন জেনে নেওয়া যাক ॥

পিএম কিষাণ প্রকল্পের টাকা বাড়ানো নিয়ে অনেকেই সরকারের কাছে আবেদন জানিয়েছে । যে পিএম কিষাণ প্রকল্পের টাকা যেন বাড়ানো হয় । আর এই আবেদন অনেক আগে থেকেই করা হয়ে আসছে । প্রকল্পের ১৮তম কিস্তির আগেও এই আবেদন জানানো হয়েছিলো ॥

কিন্তু প্রকল্পের টাকা বাড়াবো হয়নি । তাই কেন্দ্রীয় সরকার যে পিএম কিষাণ প্রকল্পের টাকা বাড়িয়েছে এটা কিন্তু সত্য নয় । যেহুতো কৃষক সংগঠন গুলো দরখাস্ত করে টাকা বাড়ানোর জন্য । তাই মনে করা যাচ্ছে ১ই ফেব্রুয়ারি কেন্দ্রের বাজেটে পিএম কিষাণ প্রকল্পের টাকা বাড়ানো হতে পারে ॥

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

আরো পড়ুন: – দুয়ারে সরকার ক্যাম্প কি কি কাজ হবে ! ৩৭টি প্রকল্প নিয়ে দুয়ারে সরকার । Duare Sarkar Camp Upcoming 2025

PM Kisan Upcoming Payment Increase ?

এবার ধরেনিন যে কেন্দ্রীয় সরকার প্রকল্পের টাকা বাড়ালেন । তবে এবার বিষয় হচ্ছে যে ১৯তম কিস্তিতে বাড়তি টাকা পাওয়া যাবে কিনা । যদি আপনারা একটু লক্ষ করেন, কেন্দ্র এখন পর্যন্ত পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে ১৮টি কিস্তি দিয়েছেন ॥

আর এই প্রকল্পের মাধ্যমে সরকার বছরে ৩টি কিস্তি দিয়ে থাকেন । বছরে ৩টি কিস্তির হিসেবে ৬ বছরে ১৮টি কিস্তি হচ্ছে । তার মানে প্রকল্পের ৬ বছর সম্পূর্ণ হলো । এবার প্রকল্পের জন্য ৭ নম্বর বছর শুরু হবে ১৯তম কিস্তিতে । আর যে হুতো ৭ নম্বর বছর শুরু হবে ॥

সেই অনুপাতে মনে করা যাচ্ছে বা খবর মারফত জানা যাচ্ছে যে যদি কেন্দ্র প্রকল্পের টাকা বাড়ান তাহলে ১৯তম কিস্তি থেকে কৃষকরা বাড়তি টাকা পেতর পারে । তবে এর উপর কোনো সঠিক কোনো প্রমান নেই বা এটি কোনো অফিসিয়াল আপডেট নয় ॥

যেগুতো কেন্দ্রের বাজেট ১লা ফেব্রুয়ারি তে । তাই বাজেটে কেন্দ্র যেমন ঘোষণা করবে । ঠিক তেমন কাজ হবে । যদি প্রকল্পের টাকা বাড়ানো হয় তাহলে কবে থেকে বা কত নম্বর কিস্তি থেকে কৃষকরা পাবে সে বিষয়টিও বাজেটে জানানো হবে ॥

আরো পড়ুন: – বাংলার বাড়ি, PWL মে মাসে দিবেনা ! কবে দিবে,সাথে দ্বিতীয় কিস্তির তারিখ ঘোষণা Banglar Bari 2025

PM Kisan Upcoming Payment Increase ?

PM Kisan Upcoming Payment Increase for 19th Instalment: প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে টাকা ডবল করতে চলেছেন কেন্দ্র । আর নয় ২০০০ টাকা এবার ২০০০ এর পরবর্তীতে ৪০০০ টাকা পাবেন প্রত্যেক কিস্তিতে ॥

Leave a Comment