পিএম কিষাণ 6000 বদলে 12,000 টাকা ! PM Kisan Payment News

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

PM Kisan Payment News Increase Upcoming Budget 2025: দেশের কৃষকদের জন্য একটি বড়ো সুখবর রয়েছে । এবার কৃষকদের টাকা ডবল করতে চলেছে কেন্দ্র । তবে ঠিক কোন কৃষকরা পাবে এই টাকা এবং কোন কৃষকরা পাবে না সাথে কবে থেকে পাওয়া যাবে ॥

দেশের মুখের দিকে তাকিয়ে কেন্দ্র সরকার চালু করেছেন পিএম কিষাণ প্রকল্প । এই প্রকল্পের মাধ্যমে সরকার কৃষকদের প্রতি বছর আর্থিক সাহায্য করে থাকেন একটি পরিমান মতো অর্থ দিয়ে । তবে এবার পিএম কিষাণ প্রকল্পের টাকা বাড়ানো হবে বলে মনে করা হচ্ছে ॥

Union Budget PM Kisan Update ?

পিএম কিষাণ প্রকল্পের টাকা বাড়ানো নিয়ে এর আগেও কথা উঠেছিলো । ২০২৪-২৫ এর বাজেটের আগেও কেন্দ্রের কাছে আবেদন করা হয়েছিলো যেন পিএম কিষাণ প্রকল্পের টাকা বাড়ানো হয় । আর সেই জন্যে ২০২৪-২৫ এর বাজেটের আগে ভেষে উঠে এসেছিলো যে পিএম কিষাণ টাকা বাড়ানো হবে ॥

আরো পড়ুন: – বাংলা বাড়ি PWL লিস্টে টাকা দিবে মে মাসে ! PWL List Instalment Release 2025

কিন্তু ২০২৪-২৫ এর বাজেটে কেন্দ্র পিএম কিষাণ এর টাকা বাড়াইনি । আর এবারে সামনে ২০২৫-২৬ এর বাজেট । আর এখনও অনেক সংস্থার পক্ষ থেকে কেন্দ্রের কাছে আবেদন বা দরখাস্ত করেছেন যে পিএম কিষাণ প্রকল্পে টাকা যেন বাড়ানো হয় ॥

PM Kisan Payment News Increase Upcoming Budget ?

তবে চিন্তার বিষয় হচ্ছে যে কেন্দ্রীয় সরকার আর আগের বাজেটে মানে ২০২৪-২৫ এর বাজেটে পিএম কিষাণ প্রকল্পের টাকা বাড়াইনি । কিন্তু এবার মনে করা হচ্ছে যে কেন্দ্রীয় সরকার ২০২৫-২৬ এর বাজেটে কেন্দ্রীয় সরকার এই পিএম কিষাণ প্রকল্পের টাকা বাড়াতে পারেন ॥

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

মনে রাখবেন এটি কোনো অফিসিয়াল আপডেট নয় । এর আগের দরখাস্ত গুলো এবং এই বছরের দরখাস্ত হিসেবে বা এক কথায় বলতে পারেন যে খবর মারফত একটি আনুমানিক জানানো হচ্ছে যে পিএম কিষাণ প্রকল্পের টাকা বাড়ানো হতে পারে ॥

আরো পড়ুন: – এই মহিলাদের লক্ষীর ভান্ডার টাকা ঢুকবে না ! নতুন বছরে বড়ো ঘোষণা, Lokkhi Bhandar Taka New Rules

আর আরো একটি প্রমান হিসেবে পাওয়া যাচ্ছে । কেন্দ্রীয় সরকার কয়েক দিন আগে বা বছরের শুরুতেই প্রধানমন্ত্রী ফসল বীমা প্রকল্পের টাকা বাড়িয়েছেন । শস্য বীমার টাকাও আগের তুলনায় এবছর বেশি বরাদ্দ করা হয়েছে । এজন্য একটি আনুমানিক ভাবে পাওয়া যাচ্ছে যে পিএম কিষাণ টাকা বাড়ানো হতে পারে ॥

কত টাকা বাড়ানো হবে পিএম কিষান প্রকল্পের ?

কোনো কোনো খবর মারফত জানা গিয়েছে যে কেন্দ্রীয় সরকার ৬০০০ থেকে বাড়িয়ে ৮০০০ করবেন । মানে বছরে ৩টি কিস্তিতে ৬০০০ দিচ্ছে আর আনুমানিক এবার পাওয়া খবর অনুযায়ী বছরে ৪টি কিস্তিতে ৮০০০ টাকা দিতে পারেন কৃষকদের ॥

এছাড়াও জানা গেছে সরকার ১২,০০০ টাকাও দিতে পারেন । বছরে ৩টি কিস্তি ২০০০ এর বদলে ৪০০০ টাকা করে ৩টি কিস্তিতে ১২০০০ দিবেন বলে মনে করা হচ্ছে । কিন্তু সঠিক খবর শুধুমাত্র বাজেট ঘোষণার দিন পাওয়া যাবে ॥

আরো পড়ুন: – ফ্রি রেশন বন্ধ, এই কাজটি না করলে ! Free Ration Mobile Number Link 2025

PM Kisan Payment News Increase Upcoming Budget ?

PM Kisan Payment News Increase Upcoming Budget 2025: দেশের কৃষকদের জন্য একটি বড়ো সুখবর রয়েছে । এবার কৃষকদের টাকা ডবল করতে চলেছে কেন্দ্র ।

Leave a Comment