PM Kisan Payment Increase Upcoming Budget 2025: ভারতবর্ষের কৃষকদের জন্য রয়েছে বড়ো সুখবর । এবার কৃষকরা পেতে চলেছে ডবল টাকা । তবেই এই ডবল টাকা কারা পাবে এবং কবে থেকে । এই বিষয় গুলো আজকের প্রতিবেদনে বিস্তারিত জানাবো ॥
Table of Contents
কেন্দ্র কৃষকদের চালু করেছেন পিএম কিষাণ প্রকল্প । আর এই প্রকল্পের মাধ্যমে সরকার নথিভুক্ত প্রত্যেক কৃষকদের বছরে ৬০০০ করে টাকা দিয়ে সাহায্য করে থাকেন । আর এই প্রকল্প নিয়ে এসে নতুন আপডেট ॥
প্রকল্পের বিশেষ সুবিধা ?
কেন্দ্রের চালু করা পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে কৃষকরা আর্থিক ভাবে সাহায্য পেয়ে থাকেন । আর এই প্রকল্পের মাধ্যমে কেন্দ্রের দেওয়া সব থেকে বড়ো যে সুবিধা সেটি হচ্ছে প্রতি বছর ৬০০০ টাকা দেওয়া ॥
আর এই টাকা কেন্দ্রীয় সরকার বছরে ৩টি কিস্তির মাধ্যমে দিয়ে থাকেন । তবে এবারে এই পিএম কিষাণ প্রকল্প নিয়ে নতুন আপডেট এসেছে । তবে সেই আপডেট এর বিষটি আলোচনা হবে আজকের প্রতিবেদনে ॥
পিএম কিষাণ ১৯তম কিস্তি কবে দিবে ?
হয়তো সবাই জানেন যে সারা ভারতবর্ষের জন্য পিএম কিষান প্রকল্পের ১৮টি কিস্তি দিয়েছেন । এবার কেন্দ্র পিএম কিষাণ প্রকল্পের ১৯তম কিস্তির ২০০০ টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিতে চলেছে । তবে পশ্চিমবঙ্গের জন্য কিস্তির সংখ্যা আলাদা হবে ॥
এবার বিষয় হচ্ছে সরকার এই পিএম কিষাণ প্রকল্পের ১৯তম কিস্তির ২০০০ টাকা কবে দিবে । মনে রাখা দরকার যে এই ১৯তম কিস্তি কবে দিবে এই বিষয় নিয়ে এখনও কেন্দ্র কোনো অফিসিয়াল ভাবে ঘোষণা করেনি বা কোনো আপডেট নেই ॥
তবে ১৯তম কিস্তির টাকা দেবার সময় হয়ে গেছে । এর আগেও কৃষক জানুয়ারি মাসে কিস্তি দিয়েছেন । তবে এখন চলছে জানুয়ারি মাস । যেহুতো সরকারি কোনো আপডেট এই ১৯তম কিস্তি নিয়ে নেই । তাই আপনার বলা যাচ্ছে না যর কবে দেওয়া হবে এই ১৯তম কিস্তি ॥
PM Kisan Payment Increase 2025 ?
অনেক খবর মারফত জানা গেছে যে কেন্দ্রীয় সরকার এবারে এই পিএম কিষাণ প্রকল্পের টাকা বাড়াতে পারেন । তবে কত বাড়াবেন এই বিষয় নিয়ে কোনো আপডেট । এছাড়াও পিএম কিষাণ প্রকল্পের টাকা কেন্দ্রীয় সরকার বাড়াবে কিনা । সে বিষয়েও কোনো আপডেট নেই ॥
খবর মারফত জানা যাচ্ছে যে আগামী ফেব্রুয়ারি মাসে রয়েছে কেন্দ্রীয় সরকারের নতুন ২০২৫-২৬ অর্থবছরে বাজেট । অনেকেই মনে করছেন যে এই বাজেটে কেন্দ্র পিএম কিষাণ প্রকল্পের টাকা বাড়াতে পারেন । আবারও বলছি যে এটি কোনো অফিসিয়াল আপডেট নয় ॥
কেন মনে হচ্ছে টাকা বাড়বে ?
এই পিএম কিষাণ প্রকল্পের টাকা বাড়ানো নিয়ে অনেক সংগঠন কেন্দ্রের কাছে আবেদন করেছে । যে কৃষকদের আর্থিক সাহায্যের টাকা বাড়ানো হোক । তবে প্রকল্পের টাকা বাড়াবে কিনা কেন্দ্র । সেটি শুধুমাত্র কেন জানেন । তবে বেশ কিছু খবর অনুযায়ী জানা যাচ্ছে কেন্দ্র এবার প্রকল্পের টাকা বাড়াতে পারেন ॥
প্রকল্পের টাকা পেতে কৃষকদের জন্য বাধ্যতামূলক ?
তবে মনে রাখা দরকার যে সমস্ত কৃষকরা এই পিএম কিষাণ প্রকল্পের সুবিধা বা টাকা পাচ্ছে বা যারা সুবিধা বা টাকা পাবেন । সেই সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট DBT এবং আধার লিংক বাধ্যতামূলক । মনে রাখবেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা নিতে চাই কৃষক সেই অ্যাকাউন্টে ॥
এছাড়াও কৃষকদের প্রকল্পের ekyc করতে হবে । এছাড়াও যদি আপনি আপনার স্টাটাস দেখেন সেখানেও দেখিয়ে দিবে যে সব কিছু ঠিক আছে কিনা । সব কিছু ঠিক থাকলে আপনি বা ওই কৃষক এই প্রকল্পের টাকা পাবেন ॥
PM Kisan Payment Increase 2025 ?
PM Kisan Payment Increase Upcoming Budget 2025: ভারতবর্ষের কৃষকদের জন্য রয়েছে বড়ো সুখবর