PM Kisan 19th Instalment Upcoming Release Date: পিএম কিষাণ ১৯তম কিস্তির ২০০০ টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে ঢুকবে । কোন তারিখ জানালো সরকার । আর কোন কৃষকরা পাবে এই ২০০০ টাকা ॥
Table of Contents
দেশের কৃষকদের জন্য কেন্দ্রীয় সরকার চালু করেছেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা । আর এই প্রকল্পের মাধ্যমে প্রতি বছর ৬০০০ টাকা করে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি দিয়ে থাকেন । তবে এই পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা কবে দিবে কেন্দ্র । চালু জেনে নেওয়া যাক ॥
পিএম কিষাণ ডবল টাকা দিবে ?
পিএম কিষাণ প্রকল্পে নাকি দেওয়া হবে ডবল টাকা । মানে এখন ৬০০০ টাকা দিচ্ছেন কেন্দ্র এই প্রকল্পে । আর খবর মারফত জানা গিয়েছে যে কেন্দ্র বছরে এই পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে ৬০০০ এর বদলে ৮০০০ অথবা ৬০০০ এর বদলে ১২০০০ টাকা দিবেন ॥
আরো পড়ুন: – কৃষকদের ১২০০০ টাকা দিবে ! বাজেটে কেন্দ্রের নতুন প্রকল্প, Union Budget 2025
তবে মনে রাখা দরকার যে কেন্দ্রীয় সরকার এই বিষয় নিয়ে এখনও কোনো অফিসিয়াল আপডেট ঘোষণা করেনি । প্রকল্পের টাকা যে বাড়ানো হবে । এই বিষয়ে কোনো অফিসিয়াল আপডেট নেই ॥
তবে মনে করা হচ্ছে কৃষক সংগঠন গুলো কেন্দ্রের কাছে অভিযোগ জানিয়েছে এই পিএম কিষাণ প্রকল্পের টাকা বাড়ানোর জন্য । আর সামনে ১লা ফেব্রুয়ারি কেন্দ্রের বাজেট । তাই মনে করা হচ্ছে ১লা ফেব্রুয়ারির বাজেটে সরকার এই পিএম কিষাণ প্রকল্পের টাকা বাড়ানো হতে পারে । কিন্তু কত টাকা বাড়াবে এবং আদেও বাড়াবে কিনা এর কোনো গ্যারান্টি নেই ॥
কোন কৃষকরা ১৯তম কিস্তির টাকা পাবে ?
প্রথম কথা যে সমস্ত কৃষকদের নাম পিএম কিষাণ প্রকল্পে নথিভুক্ত রয়েছে । সেই সমস্ত কৃষকরা পাবে এবারে ১৯তম কিস্তির টাকা । এছাড়াও মনে রাখা দরকার যে শুধু নাম থাকলে টাকা পাওয়া যাবে না ॥
প্রকল্পে নাম থাকতে হবে এবং প্রকল্পে ekyc করিয়ে রাখতে হবে । এছাড়াও কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার ডিবিটি লিংক থাকা বাধ্যতামূলক । এই আধার ডিবিটি লিংক থাকলেই প্রকল্পের ১৯তম কিস্তির টাকা পাবেন ॥
আরো পড়ুন: – দুয়ারে সরকার ক্যাম্প ! আপনার এলাকার নতুন লিস্ট দেখুন, Duare Sarkar Camp 2025
PM Kisan 19th Instalment Upcoming Release Date ?
কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পিএম কিষাণ প্রকল্পের ১৯তম কিস্তির টাকা কবে ঢুকবে আর এই নিয়ে কি অফিসিয়াল আপডেট আছে । সত্যি বলতে কেন্দ্র এখনও অফিসিয়াল কোনো আপডেট জানাইনি যে কবে পিএম কিষাণ প্রকল্পের ১৯তম কিস্তির টাকা ঢুকবে ॥
তবে কেও কেও মনে করছেন জানুয়ারি মাসের শেষ সপ্তাহে প্রকল্পের টাকা দেওয়া হতে পারে আবার কেও কেও বলছে ফেব্রুয়ারি মাসে এই প্রকল্পের টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুক যাবে । কিন্তু আপনাদের আবারো বলছি সরকারি কোনো অফিসিয়াল আপডেট বা তারিখ এখনও জানানো হয়নি । এই তথ্য গুলো খবর মারফত জানা গিয়েছে ॥
টাকা পাবার জন্য যোগ্য কিনা দেখুন ?
আপনি পিএম কিষাণ প্রকল্পের ১৯তম কিস্তির টাকা পাবেন কিনা সেটা জানতে হলে আপনাকে প্রকল্পের স্টাটাস দেখতে হবে আর পদ্ধতি নিচে ॥
১. প্রকল্পের অফিসিয়াল সাইটে চলে আসবেন লিংক নিচে পেয়ে যাবেন ॥
২. এবার স্টাটাস দেখার অপশেনে ক্লিক করে নিবেন ॥
৩. এখন আপনি রেজিস্ট্রেশন নম্বর বসিয়ে দিবেন ॥
৪. এখন ক্যাপচার দিয়ে সাবমিট করলেই আপনার তথ্য দেখিয়ে দিবে ॥
আরো পড়ুন: – দুয়ারে সরকার ক্যাম্পে বাংলার বাড়ি ! কি কি সুবিধা থাকবে দেখুন, Duare Sarkar Camp 2025
এখানে আপনি কৃষকের অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেখতে পবেন । এখানে টাকা পাবেন কিনা তার তথ্যও দেখতে পাবেন ॥
PM Kisan 19th Instalment Upcoming Release Date ?
PM Kisan 19th Instalment Upcoming Release Date: পিএম কিষাণ ১৯তম কিস্তির ২০০০ টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে ঢুকবে ।