কৃষকদের 2000 টাকা দিচ্ছে কেন্দ্র ! কীভাবে এবং কখন পাবেন জানুন, PM Kisan 19th Instalment

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

PM Kisan 19th Instalment Date 2025: কেন্দ্রের বড়ো ঘোষণা । এবার পিএম কিষাণ প্রকল্পের ১৯তম কিস্তির টাকা দেবার তারিখ জানালো কেন্দ্র । তবে আপনি কবে পাবেন এই প্রকল্পের টাকা । সাথে কাদের দেওয়া হবে এবং কবে ॥

সারা ভারতবর্ষের সমস্ত কৃষকদের জন্য অত্যন্ত খুশির খবর রয়েছে । এবার কৃষকরা কেন্দ্র সরকার থেকে পাবে ২০০০ টাকা । তবে এই টাকা কারা পাবেন কবে দিবে চলুন এবার এই বিষয় গুলো জেনে নেওয়া যাক ॥

কেন্দ্রের ২০০০ টাকা কারা পাবে ?

কেন্দ্রীয় সরকার সারা ভারতবর্ষের কৃষকদের সাহায্য করার জন্য চালু করেছেন পিএম কিষাণ । এই পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে কেন্দ্র বছরে ৩টি কিস্তিতে টাকা দিয়ে থাকেন ॥

তবে বিষয় হচ্ছে এবার কেন্দ্রের দেওয়া ২০০০ টাকা কোন কৃষকরা পাবে । মনে রাখবেন যে সমস্ত কৃষকদের নাম কেন্দ্রের এই প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনাই নথিভুক্ত রয়েছে । শুধুমাত্র সেই সমস্ত কৃষকরা ২০০০ টাকা পাবে ॥

আরো পড়ুন: – অনলাইনে পঞ্চায়েতের সমস্ত সার্টিফিকেট ! আজ থেকেই শুরু – Panchayat All Certificate 2025

কিন্তু আপনার নাম এই প্রকল্পে রয়েছে কিনা সেটি কীভাবে দেখবেন পদ্ধতি এই প্রতিবেদনের নিচে দেওয়া হলো । নিচের পদ্ধতিতে দেখেনিন যে আপনার নাম কেন্দ্রের এই পিএম কিষাণ প্রকল্পের নথিভুক্ত রয়েছে কিনা ॥

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

পিএম কিষাণ নাম নথিভুক্ত ?

যদি দেখেন বা জানেন যে আপনার নাম এই পিএম কিষাণ প্রকল্পের নাই । তাহলে সেক্ষেত্রে আপনি অনলাইন থেকে অথবা কৃষি অফিসে গিয়েও এই প্রকল্পে নাম নথিভুক্ত করাতে পারবেন । তবে মনে রাখবেন এই প্রকল্পের নাম নথিভুক্ত এখন পশ্চিমবঙ্গ থেকে করতে পারবেন না । অন্য স্টেট থেকে হল আবেদন করতে পারেন ॥

পশ্চিমবঙ্গ থেকে আবেদন হয়তো করতে পারবেন । কিন্তু মনে রাখবেন আবেদন করলেই প্রকল্পের সুবিধা বা টাকা পাবেন না । আবেদন করার পরে আপনার নাম Approved হতে হবে । তার পরেই আপনি প্রকল্পের সুবিধা বা টাকা পাবেন ॥

আপনার নাম আছে কিনা কীভাবে দেখবেন ?

আপনার নাম পিএম কিষাণ প্রকল্পের আছে কিনা সেটি দেখতে হলে নিচের পদ্ধতিতে দেখতে হবে ॥

১. প্রকল্পের অফিসিয়াল ওয়েব সাইটে চলে আসবেন, লিংক নিচে রয়েছে ॥

২. এবার হোম পেজে দেখবেন স্টাটাস দেখার একটি অপশেনে ফারমার এর মধ্যে, সেখানে ক্লিক করবেন ॥

৩. এবার আপনি know your registration no অপশেনে ক্লিক করবেন ॥

৪. এখানে আপনি আপনার আধার নম্বর বসিয়ে দিবেন এবং ওটিপি পাঠিয়ে দিবেন ॥

৫. প্রকল্পের যদি নাম নথিভুক্ত থাকে । তাহলে ওটিপি চলে যাবে ॥

৬. আর নাম নথিভুক্ত না থাকলে এখানে একটি পপআপ মেসেজে দেখাবে you have not completed ekyc লিখা আসবে ॥

৭. এখন আপনি ekyc এর জাইগায় গিয়ে আধার নম্বর বসিয়ে দেখুন আপনার কোনো তথ্য আসছে কিনা ॥

PM Kisan 19th Instalment Date কবে টাকা দিবে ?

দেখুন এই পর্যন্ত কেন্দ্র সরকার এই পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে সম্পূর্ণ ১৮টি কিস্তি কৃষকদের দিয়েছেন । আর এই ১৮টি কিস্তির মাধ্যমে এক একটি কৃষকে সম্পূর্ণ ৩৬ হাজার টাকা কেন্দ্র দিয়েছেন । তবে এর মধ্যে একটু টাকার পরিমান কম বেশি আছে ॥

আরো পড়ুন: – কি এই নীল আধার ? নীল আধার কার্ড আলাদা হয় কেন ? What is Blue Aadhaar 2025

কারন হচ্ছে সব কৃষক এখন ১৮টি কিস্তি পাইনি । কেও ১৮, কেও ১৫, কেও ১০, করও আবার ৬ বা ৭টি কিস্তিও পেয়েছে । তাই কিস্তির উপর টাকার পরিমান আসবে । কিন্তু কেন্দ্র এই প্রকল্পের ১৮টি কিস্তি দেশবাসীদের দিয়েছেন বা কৃষকদের দিয়েছেন ॥

এবার কেন্দ্রীয় সরকার এই পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে ১৯তম কিস্তির ২০০০ টাকা কৃষকদের দিতে চলেছেন । কিন্তু কবে দেওয়া হবে এই পিএম কিষাণ প্রকল্পের ১৯তম কিস্তি ( PM Kisan 19th Instalment Date ) ২০০০ টাকা । এই বিষয় নিয়ে এখনও কোনো অফিসিয়াল আপডেট নেই । মানে কবে দিবে এই বিষয়টি কেও জানে না ॥

অনেক জাইগায় দেখলাম বা অনেক খবরে দেখলাম যে একটা আনুমানিক তারিখ দেওয়া হচ্ছে । আবার অনেকেই বলছেন বছরের শুরুতে দেওয়া হতে পারে । তবে একটি কথা জেনে রাখুন এখনও কোনো তারিখ বা ডেট অফিসিয়াল ভাবে লঞ্চ করা হয়নি । তাই আমি আপনাদের কোনো তারিখ জানাতে পারবো না ॥

PM Kisan 19th Instalment Date

PM Kisan 19th Instalment Date 2025: কেন্দ্রের বড়ো ঘোষণা । এবার পিএম কিষাণ প্রকল্পের ১৯তম কিস্তির টাকা দেবার তারিখ জানালো কেন্দ্র । তবে আপনি কবে পাবেন এই প্রকল্পের টাকা । সাথে কাদের দেওয়া হবে এবং কবে ॥

Leave a Comment