Next Instalment Final Date for Bangla Bari 2025: কথা দিয়ে কথা রাখেন মুখ্যমন্ত্রী । বাংলার বাড়ি কেন্দ্র দিচ্ছে না বলে এখন রাজ্য সরকার নিজেই বাংলার বাড়ি প্রকল্পের টাকা টাকা দেওয়া শুরু করলেন । আর ইতিমধ্যে এখন টাকা দেবার কাজ শুরু হয়ে গিয়েছে ॥
Table of Contents
ইতিমধ্যে সরকার বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির ৬০,০০০ টাকা উপভোক্তাদের দেওয়া হয়েছে । আর ২০২৪ সালের ডিসেম্বর মাসে ১২ লক্ষ মানুষদের অ্যাকাউন্টে টাকা দেবার কাজ সম্পূর্ণ হয়েছে । এখন ধিরে ধিরে টাকা ঢুকবে ॥
Next Instalment Final Date 2025 ?
যেমন কথা তেমন কাজ মুখ্যমন্ত্রীর । রাজ্যের নিজের কোষাগার থেকে বাংলা বাড়ি প্রকল্পের মাধ্যমে ১২ লক্ষ মানুষদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির ৬০ হাজার টাকা ইতিমধ্যে ঢুকিয়ে দিয়েছেন । এবার প্রথম কিস্তি পাওয়া সমস্ত উপভোক্তারা পাবে দ্বিতীয় কিস্তির ৬০,০০০ টাকা ॥
তবে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির ৬০,০০০ টাকা নেবার আগে, যারা প্রথম কিস্তির ৬০ হাজার টাকা পেয়েছে । তাদের ওই প্রথম কিস্তির টাকা কাজে লাগাতে হবে । প্রথম কিস্তির টাকা কাজে লাগানোর পরে বা বাড়ি তৈরির কাজ শুরু করার পরে মিলবে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির ৬০ হাজার টাকা ॥
আরো পড়ুন: – পিএম কিষাণ ২,০০০ পরবর্তীতে ৪,০০০ টাকা দিবে ! PM Kisan Upcoming Payment Increase 2025
বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কবে দিবে ?
বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেবার তারিখ জানালেন মুখ্যমন্ত্রী । প্রথমের দিকে মুখ্যমন্ত্রী একটি সভাতে বলেছেন মে মাসে, জুন মাসে, অথবা জুলাই মাসের মধ্যে যারা ইতিমধ্যে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির ৬০ হাজার টাকা পেয়েছেন, তাদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে ॥
কিন্তু যদি লক্ষ করেন মুর্শিদাবাদের সভা এবং মালদা সভা । তাহলে দেখতে পাবেন এই দুই সভাতে মুখ্যমন্ত্রী বলেছেন বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা ডিসেম্বর মাসে দেওয়া হবে । তবে কোন তারিখটি সঠিক সেটি টাকা দেওয়ার সময়ে বুঝা যাবে ॥
এছাড়াও বলেছেন যে ১৬ লক্ষ উপভোক্তারা বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা পেতে বাকি রয়েছে । সেই ১৬ লক্ষ উপভোক্তাদের প্রথম কিস্তির ৬০ হাজার টাকা ওই ডিসেম্বর মাসেই দেওয়া হবে । এছাড়াও এই টাকার ভাগিদার অন্য কেও নয় । সরকার টাকা আপনাকে দিচ্ছে আর আপনি বাড়ি তৈরি কাজে ব্যবহার করবেন, অন্য কাওকে দিবেন না একটিও টাকা ॥
Next Instalment Final Date 2025 ?
Next Instalment Final Date for Bangla Bari 2025: কথা দিয়ে কথা রাখেন মুখ্যমন্ত্রী । বাংলার বাড়ি কেন্দ্র দিচ্ছে না বলে এখন রাজ্য সরকার নিজেই বাংলার বাড়ি প্রকল্পের টাকা টাকা দেওয়া শুরু করলেন