Modi Government Allocation 69515 Crore 2025: বছর শুরু হতে না হতে মোদি সরকার এবার দেশের কৃষকদের বড়ো একটি সুখবর নিয়ে আসলো । আর এটি কেন্দ্র ফসল বীমা প্রকল্পের উপরে নিয়ে আসা হয়েছে ॥
Table of Contents
১লা জানুয়ারি ক্যাবিনেটের এক বৈঠকে এই ফসল বীমার উপরে সবুজ সংকেত দিয়েছে বলে জানা গেছে । আরো জানা গেছে যে এই প্রকল্পের কার্যকর এবং আরো আধুনিক গড়ে তুলার জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গেছে ॥
Modi Government Allocation 69515 Croce ?
কৃষকদের মুখের দিকে তাকিয়ে কেন্দ্রীয় সরকার এই ৬৯৫১৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে । এছাড়াও জানা গেছে প্রযুক্তি গত উন্নতির কারনে ৮০০ কোটি টাকা পৃথক ফান্ড হিসাবে কাজে লাগনো হবে বলে জানা গেছে ॥
আরো পড়ুন: – কৃষকদের ডবল টাকা দিচ্ছে কেন্দ্র ! কীভাবে ও কারা পাবে? PM Kisan Payment Increase 2025
এছাড়াও জানা গেছে ২৯টি রাজ্য বা কেন্দ্র শাসিত রাজ্য গুলোতে এই ফসল বীমার চালু করা হয়েছে । কিন্তু মনে রাখবেন যে কেন্দ্রীয় সরকার আরো বেশি কৃষকদের নাম এই প্রকল্পের আওতায় আনার চেষ্টা করছেন ॥
ডিএপি সারের দাম এবং ভর্তুকি ?
প্রধানমন্ত্রী ফসল বীমা প্রকল্পের সাথে সাথে সরকার কৃষকদের ফসলে ব্যবহার হওয়া ডিএপি সারের উপরে দাম নিয়ন্ত্রনের একটি বড়ো উদ্যোগ নেওয়া হয়েছে । ৫০ কেজি ডিএপি সারের বস্তার দাম নির্ধারিত করা হয়েছে ১৩৫০ টাকা । দাম বাড়ে যাওয়ার ফলে খুলা বাজারে প্রচুর পরিমানে দাম বেড়ে গেছে ॥
ডিএপি সারে ৩৮৫০ কোটি বরাদ্দ ?
খবর মারফত জানা গেছে যে সরকার কৃষকদের ফসলে ব্যবহার করা ডিএপি সারের উপরে ভর্তুকি দেবার জন্য বরাদ্দ করলেন ৩৮৫০ কোটি টাকা । আর এই পদক্ষেপ সরকারে নেবার ফলে কৃষকদের ফসলের উপরে খরচ আরো অনেকটা কম হবে বলে জানা গেছে ॥
প্রধানমন্ত্রী ফসল বীমা কি ?
পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য ফসলের ক্ষতিপূরণ দেবার জন্য যেমন পশ্চিমবঙ্গ সরকার চালু করেছেন বাংলা শস্য বীাম । ঠিক ওই একি ভাবে কেন্দ্র সরকার পুরো ভারতবর্ষের কৃষকদের চালু করেছেন এই প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ॥
এই ফসল বীমা যোজনার মাধ্যমে কেন্দ্র সরকার কৃষকদের ফসলের ক্ষতিপূরণ দিয়ে থাকেন । কৃষকদের ফসলের ক্ষতি যদি কোনো কারন বসতো হয় । তাহলে কেন্দ্র ওই ক্ষতিগ্রস্ত কৃষকে একটি হিসেব করে ফসলের ক্ষতিপূরণ দিবেন । আর এর জন্য উপরের উল্লেখ টাকা বরাদ্দ ॥
এই বীমার জন্য আবেদন কীভাবে করবেন ?
যদি আপনি ভারতবর্ষের একজন কৃষক হয়ে থাকেন । আর যদি আপনার ফসলের ক্ষতি হয় । তাহলে আপনিও এই ফসল বীমা প্রকল্পের মাধ্যমে ফসলের ক্ষতিপূরণ নিতে পারবেন । আর এই প্রকল্পের আবেদন করার জন্য নির্দিষ্ট একটি ফর্ম ফিলাপ করে জমা দিতে হবে ॥
আরো পড়ুন: – ফের কেন্দ্র দিচ্ছে ২০০০ ! ফার্মার আইডি কার্ড চালু, বাধ্যতামূলক। Farmer Id Card 2025
তবে মনে রাখবেন যে ওই ফ্রম এর সঙ্গে অবশ্যই জরুলি ডকুমেন্ট গুলো দিবেন । যমেন আধার, ভোটার কার্ড, জমির দলিল সহ মোবাইল নম্বর এবং আরো অন্যান্য ডকুমেন্ট রয়েছে । যে গুলো আপনাকে এই ফর্ম এর সাথে জমা করতে হবে । চাইলে অনলাইনও আবেদন করতে পারেন খুলা রয়েছে ॥
Modi Government Allocation 69515 Croce ?
Modi Government Allocation 69515 Crore 2025: বছর শুরু হতে না হতে মোদি সরকার এবার দেশের কৃষকদের বড়ো একটি সুখবর নিয়ে আসলো ।