Lokkhir Bhandar New Update 2025: লক্ষীর ভান্ডার প্রকল্পে, টাকা ঢুকছে না, ব্যাঙ্ক স্টাটস error দেখাচ্ছে, দীর্ঘদিন ধরে অ্যাপ্লিকেশন পেন্ডিংএ পড়ে রয়েছে approved হচ্ছে না । মূলত এই ৫টি সাধারন ভুলের জন্য লক্ষীর ভান্ডারের টাকা পাওয়া কঠিন হয়ে দাড়াচ্ছে ॥
লক্ষীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে সরকার নথিভুক্ত থাকা প্রত্যেক মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০০০ অথবা ১২০০ টাকা প্রতি মাসে দিচ্ছেন । তবে এই লক্ষীর ভান্ডার প্রকল্পে আবেদন করার সময় ছোটো খাটো কয়েকটি ভুল অনেকেই করেন ॥
Table of Contents
আর এই ছোটো একটি ভুলের কারনে প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন অনেকেই । তবে সব থেকে যে ৫টি ভুল অধিকাংশ মানুষ করে থাকেন । সেই ছোটো ছোটো ৫টি ভুল কি কো এবং এর সমাধান কীভাবে করবেন ॥
আরো পড়ুন: – অষ্টম পাশে চাকরি সুযোগ ! ছেলে মেয়ে উভয়ের জন্য, WB Govt Job Recruitment 2025
বয়স চুরি করা ?
প্রথম ভুল হচ্ছে বয়স চুরি :- অনেকেই আছে যারা বয়স চুরি করে লক্ষীর ভান্ডার প্রকল্পে আবেদন করছে । আর যখন ধরা পড়ছে । তখন ওই বয়স চুরি করা মহিলা প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে । তাই এর সমাধান আপনাদের নিজেকেই করতে হবে । অন্যথায় আপনি লক্ষীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন না ॥
সঠিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট না দেওয়া ?
দুই নম্বর ভুল হচ্ছে সঠিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট না দেওয়া:- বিশেষ করে আবেদন করার জন্য তাড়াহুড়ো করে ফর্ম ফিলাপ করার সময় এই ভুল হয়ে থাকে । তাই ঠান্ডা মাথায় ফর্ম ফিলাপ করবেন । আর ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা তথ্যের সাথে যেন ডকুমেন্টে থাকা তথ্যের মিল থাকে । বিশেষ করে নামটি যেন সঠিক থাকে ॥
আরো পড়ুন: – প্রধানমন্ত্রী ধনধান্য যোজনা সুবিধা কি? PM Dhan Dhanyan Yojana 2025
নামের মিলা না থাকা ( নাম মিটম্যাচ ) ?
তিন নম্বর ভুল ডকুমেন্টে নামের মিল না থাকা । অনেকের আধার কার্ডে নামের বানান এক রকম আর ব্যাঙ্ক অ্যাকাউন্টে নামের বানান অন্য রকম । বিশেষ করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আধার কার্ড, এই ২টিতে যেন নামের মধ্যে কোনো গন্ডগোল না থাকে । বানানে একটি সংখ্যা ভুলের জন্য ভেরিফিকেশেন Reject হয় ॥
প্রয়োজনীয় ডকুমেন্টস না দেওয়া ?
চার নম্বর কমোন একটি ভুল অনেকেই করে থাকে । তাড়াহুড়ো করতে গিয়ে, যে ডকুমেন্ট গুলোর প্রয়োজন । সেই ডকুমেন্ট গুলো দিতে ভুলে যায়, বা ভুল করে দেওয়া হয়না । তাই এখানেও আপনাকে সঠিক ভাবে সম্পূর্ণ ডকুমেন্ট এর জেরক্স অবশ্যই জমা দিতে হবে ফর্ম এর সঙ্গে ॥
আরো পড়ুন: – মাধ্যমিক পাশে মিউনিসিপ্যালিটি কর্মী নিয়োগ ! WB Municipality Recruitment 2025
আবেদন ফর্ম সঠিক ভাবে পূরণ না করা ?
আনেকেই লক্ষীর ভান্ডার প্রকল্পে আবেদন করার সময় তাড়াহুড়ো করে, এমনও অনেক ঘর রয়েছে এই ফর্মে যে গুলো ফিলাপ করে না বা ফিলাপ করতে ভুল হয়ে যাই । এমন কি অক্ষর গুলো স্পষ্ট হয় না । এছাড়াও ফর্ম এর মধ্যে সাইন বা ছবি না দেওয়ার মতো ভুল অনেকেই করে থাকেন । যার জন্য আপনার আবেদন বাতিল হতে পারে ॥
Lokkhir Bhandar New Update 2025
Lokkhir Bhandar New Update 2025: লক্ষীর ভান্ডার প্রকল্পে, টাকা ঢুকছে না, ব্যাঙ্ক স্টাটস error দেখাচ্ছে, দীর্ঘদিন ধরে অ্যাপ্লিকেশন পেন্ডিংএ পড়ে রয়েছে approved হচ্ছে না । মূলত এই ৫টি সাধারন ভুলের জন্য লক্ষীর ভান্ডারের টাকা পাওয়া কঠিন হয়ে দাড়াচ্ছে ॥