Lokkhi Bhandar Taka New Rules January 1st Week: নতুন বছরে সরকার লক্ষীর ভান্ডার প্রকল্প নিয়ে নতুন ঘোষণা করলেন । এছাড়া বলতে পারেন যে নতুন নিয়ম চালু এবারে পশ্চিমবঙ্গের জনপ্রিয় প্রকল্প লক্ষীর ভান্ডারে ॥
পশ্চিমবঙ্গে প্রচুর জনপ্রিয় প্রকল্প চালু রয়েছে সাধারন মানুষদের জন্য । তবে ওই সমস্ত প্রকল্প গুলোর মধ্যে একটি হচ্ছে লক্ষীর ভান্ডার । এই লক্ষীর ভান্ডার প্রকল্পের নিয়ে আসা হয়েছে নতুন নিয়ম ॥
Table of Contents
তবে এই নিয়ম না মানলে লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা পাবে না কোনো মহিলা । তবে কি সেই নতুন নিয়ম এবং আপনারা কীভাবে মানবেন । এই সমস্ত তথ্য আজকের প্রতিবেদনে আপনাদের জানাবো হবে । তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক ॥
লক্ষীর ভান্ডার প্রকল্পের উদ্দেশ্য ?
লক্ষীর ভান্ডার প্রকল্প চালু করার পিছোনে সরকারের একটি উদ্দেশ্যে । আর সেটি হচ্ছে আর্থিক ভাবে পিছিয়ে থাকা মহিলাদের প্রত্যেক মাসে অনুদান দেবার জন্য রাজ্য সরকারের এই লক্ষীর ভান্ডারের উদ্যোগ । এই প্রকল্পের মাধ্যমে শুধুমাত্র রাজ্যের মহিলারা সুবিধা পাবে ॥
লক্ষীর ভান্ডার টাকা দ্বিগুণ ?
লক্ষীর ভান্ডার প্রকল্প চালু করা সময় থেকে ৫০০ এবং ১০০০ টাকা করে দেওয়া হতো । কিন্তু সেই টাকার পরিমান সরকার বাড়িয়ে এখন ১০০০ এবং ১২০০ করে টাকা দিয়ে চলেছেন । তবে এখন শুনা যাচ্ছে নাকি লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা দ্বিতীয় করা হবে ॥
তবে মনে রাখা দরকার এই বিষয় নিয়ে সরকার কোনো অফিসিয়াল বিজ্ঞাপ্তি দেইনি । একটি খবর মারফত জানা গেছে যে সামনে ২৬ সালে রয়েছে ভোট । আর এই ভোটের আগে সরকার লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়াতে পারে সরকার ॥
চলতি জানুয়ারি মাসে লক্ষীর ভান্ডার কবে ঢুকবে ?
লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা প্রতি মাসের ১০ তারিখের মধ্যে উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকে যাই । তবে সব থেকে বেশি মাসের ৫ তারিখের মধ্যে ঢুকে যাই । আর এবার চলতি জানুয়ারি মাসে এখন লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকেনি ॥
কিন্তু আপনি কি জানেন আজকে মানে ৮ই জানুয়ারি ২০২৫ তারিখে লক্ষীর ভান্ডার প্রকল্পে টাকা ঢুকা শুরু হলো । স্কিন সট আপনারা নিচে দেখত পাবেন । আজকেই লক্ষীর ভান্ডারের টাকা ঢুকলো । আর আজকের তারিখ ৮ই জানুয়ারি ২০২৫ ॥
Lokkhi Bhandar Taka New Rules ?
এবার জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে সরকার লক্ষীর ভান্ডারের বেশ কিছু নিয়ম জারি করেছেন । আর সেই নিয়ম গুলো মধ্যে একটি হচ্ছে উপভোক্তা যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষীর ভান্ডারের টাকা নিতে চাই, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে অবশ্যই আধার লিংক এবং ইকেওয়াইসি থাকা বাধ্যতামূলক ॥
ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই লিংক গুলো না থাকলে প্রকল্পের টাকা পাবেন না । এছাড়াও যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি এই লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা নিতে চান । সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি যেন সিঙ্গেল হয় । মানে সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্টেই লক্ষীর ভান্ডারের টাকা ঢুকবে ॥
আরো পড়ুন: – বাংলা বাড়ি PWL লিস্টে টাকা দিবে মে মাসে ! PWL List Instalment Release 2025
এছাড়াও আরো জানিয়েছেন যে আবেদনকারীর বয়স যেন অবশ্যই ২৫ থেকে ৬০ এর মধ্যে হয় । যদি কম হয় তাহলে ওই উপভোক্তার জন্য কিন্তু ভালো হবে না । বা বলতে পারেন সরকারি পদক্ষেপ ওই উপভোক্তার উপরে নেওয়া হবে ॥
Lokkhi Bhandar Taka New Rules ?
Lokkhi Bhandar Taka New Rules January 1st Week: নতুন বছরে সরকার লক্ষীর ভান্ডার প্রকল্প নিয়ে নতুন ঘোষণা করলেন ।