Laxmi Bhandar Validity Last Date 2025: লক্ষীর ভান্ডার প্রকল্পের সুবিধা মা ও বোনদের জন্য কবে শেষ হবে । বা বলতে পারেন কত দিন ধরে মা ও বোনেরা লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা বা সুবিধা পাবেন । আর এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছেন ॥
Table of Contents
পশ্চিমবঙ্গে প্রচুর সরকারি প্রকল্প চালু রয়েছে । আর সেই প্রকল্প গুলোর মধ্যে সরকারের চালু করা সব থেকে জনপ্রিয় প্রকল্প গুলো মধ্যে একটি হচ্ছে লক্ষীর ভান্ডার । এই লক্ষীর ভান্ডার প্রকল্প নিয়ে এবারে আসলো নতুন আর একটি আপডেট ॥
লক্ষীর ভান্ডারে আবেদন কারা করবে ?
লক্ষীর ভান্ডারে শুধুমাত্র পশ্চিমবঙ্গের ২৫ বছর বয়ের মহিলারা আবেদন করতে পারবে । তবে মনে রাখবনে এই বয়স এর মধ্যে যেন কোনো যালীয়াতি না হয় । বয়সে যালিয়াতী করলে সরকারি আইন বিধি মেনে হবে আপনার জরিমানা ও সাজা ॥
তাই যদি বয়স ২৫ হয় এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়র থাকেন । তাহলে অবশ্যই আপনি এই লক্ষীর ভান্ডার প্রকল্পের সুবিধা নিতে পারবেন । আর এই প্রকল্পে আবেদন করার জন্য চলতি নতুন বছরের জানুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত আবেদন করতে পারবেন ॥
Laxmi Bhandar Validity Last Date ?
গত ৩০শে ডিসেম্বর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালিতে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন । সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা রাজ্য সরকার বলেছেন বা বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে ॥
আর সেই আপডেট গুলোর মধ্যে একটি হচ্ছে লক্ষীর ভান্ডার । লক্ষীর ভান্ডার প্রকল্প নিয়েও সরকার একটি কথা বা আপডেট দিয়েছে ॥
মুখ্যমন্ত্রী বলেছেন মা, বোনদের আর কোনো চিন্তা নেই । তারা যতো দিন বেচে থাকবে । মানে মহিলারা যতো দিন এই পৃথিবীতে বেচে থাকবে । ততদিন পর্যন্ত এই লক্ষীর ভান্ডার এবং লক্ষীর ভান্ডার ২ প্রকল্পের সুবিধা অজীবন পাবেন ॥
আরো বলেছেন যে মহিলাদের ২৫ বছর বয়স হলে লক্ষীর ভান্ডার প্রকল্প চালু হবে । আর এই লক্ষীর ভান্ডার প্রকল্পের সুবিধা ৬০ বছর পর্যন্ত পাবেন । ৬০ বছর হয়ে গেলে অটোমিটিক লক্ষীর ভান্ডার থেকে বার্ধক্য ভাতা প্রকল্পের নাম চলে যাবে । এর জন্য উপভোক্তাকে কিছু করতে হবে না । সরকার জানিয়েছেন সম্পূর্ণ অটোমিটিক প্রসেসে কাজ হবে ॥
এর জন্য লক্ষীর ভান্ডারে নাম দেখা জরুলি ?
এবার আপনার নাম তো অটোমিটিক লক্ষীর ভান্ডার থেকে বার্ধক্য ভাতা প্রকল্পে যাবে । কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে তার জন্য প্রথমে লক্ষীর ভান্ডারে নাম থাকতে হবে । আর লক্ষীর ভান্ডারে নাম আছে কিনা সেটি দেখার পদ্ধতি নিচে দেওয়া রইলো ॥
লক্ষীর ভান্ডারে নাম দেখুন ?
১. লক্ষীর ভান্ডারে নাম আছে কিনা দেখতে চাইলে socialsecurity.wb.gov.in ওয়েব সাইটে চলে আসবেন ॥
২. এবার Track Application এ ক্লিক করবেন ॥
৩. এখন আপনার সামনে নতুন পেজ খুলবে । সেখানে কি দিয়ে নাম দেখতে চান সিলেট করুন ॥
৪. সিলেট করা নম্বর বসিয়ে ক্যাপচার কোড বসিয়ে দিবেন ॥
৫. এবার সাবমিট করবেন । তাহলে প্রকল্পে নাম থাকলে এখানে দেখিয়ে দিবে ॥
Laxmi Bhandar Validity Last Date ?
Laxmi Bhandar Validity Last Date 2025: লক্ষীর ভান্ডার প্রকল্পের সুবিধা মা ও বোনদের জন্য কবে শেষ হবে ।