Lakshmir Bhandar Men – Lakhir Bhandar Amount Increase: এবার পুরুষদের জন্য লক্ষীর ভান্ডার চালু । এতো দিন ধরে তো মহিলারা পাচ্ছিলো । কিন্তু এবার পাবে পুরুষরা ॥
তৃণমূল সরকারের বেশ কিছু গুরুত্বপূর্ণ জনমুখী প্রকল্প চালু রয়েছে । আর সেই সমস্ত প্রকল্প গুলোর মধ্যে একটি হচ্ছে লক্ষীর ভান্ডার । আর এই প্রকল্প শুধুমাত্র মহিলাদের জন্য চালু করা হয়েছে ॥
Table of Contents
এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার সাধারন শ্রেনীর মহিলাদের প্রতি মাসে ১০০০ টাকা এখন দিচ্ছেন । আর জাতি ও উপজাতি এবং তপশিল শ্রেনীর মহিলারা প্রতি মাসে এখন ১২০০ টাকা করে পাচ্ছেন ।
আর এই লক্ষীর ভান্ডার প্রকল্পটি পশ্চিমবঙ্গে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে । এছাড়াও প্রকল্পের সুবিধা প্রত্যেক মহিলারা পাচ্ছেন । তাহলে চলুন আরো বিশদে জেনে নেওয়া যাক ॥
লক্ষীর ভান্ডার টাকা বাড়ানোর সম্ভবনা ? ( Lakhir Bhandar Amount Increase )
এখনকার সময়ে বেশ কিছু তথ্য শুনা যাচ্ছে লক্ষীর ভান্ডার প্রকল্প নিয়ে । আসন্ন বিধানসভা নির্বাচনের লক্ষে রাজ্য সরকার নাকি লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে । আরো জানা যাচ্ছে সাধারন শ্রেনীদের ১৫০০ টাকা এবং জাতি ও উপজাতি এবং তপশিল শ্রেনীদের নাকি ২০০০ করা হবে ॥
আরো পড়ুন: – Lakhir Bhandar Mobile: মোবাইল নাম্বার দিয়ে লক্ষ্মী ভান্ডারের স্ট্যাটাস? 2025
আর এই প্রকল্পের টাকা যদি সরকার বাড়াই । তাহলে রাজ্যের মহিলাদের জন্য আরো বড়ো সহায়ক হবে বলে মনে করা যাচ্ছে বা বিশেষজ্ঞরা মনে করছেন । তবে এই টাকা বাড়ানো হবে কিনা এই বিষয়ে সরকারি কোনো আপডেট নেই । টাকা বাড়ানোর খবর প্রতিটা বড়ো বড়ো বিশেষজ্ঞ এবং নিউজ প্রর্টাল গুলোতে আনুমানিক জানিয়েছে ॥
Lakshmir Bhandar Men ( পুরুষদের লক্ষীর ভান্ডার )
কম বেশি সবাই জানেন যে লক্ষীর ভান্ডার প্রকল্পটি সরকার শুধুমাত্র রাজ্যের মহিলাদের জন্য চালু করেছেন । তবে রাজ্যের পুরুষদের জন্য এই প্রকল্পের মতো কোনো প্রকল্পের সুবিধা পাইনা বা কোনো সুবিধা দেওয়া হয়না ॥
তবে মনে রাখবেন সরকার এখনও এই বিষয় নিয়ে কোনো তথ্য দেননি বা আপডেট দেইনি । তবে ২০২৬ সালে নির্বাচনের আগে পুরুষের জন্য এমন একটি প্রকল্প চালু হতে পারে বা ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে সুত্রের খবর ॥
আর এই বিষয়টি নিয়ে অনেকেই মনে করছেন । পুরুষদের জন্য যদি লক্ষীর ভান্ডার প্রকল্পের মতো অন্য প্রকল্প চালু করে । তাহলে সেই প্রকল্পের প্রভাব নির্বাচনের উপরে পড়বে । মানে যদি হয় তাহলে ভোটারদের কাছে সরকার আরো বেশি জনপ্রিয় হবে ॥
আরো পড়ুন: – Awas Final List 2025: আবাস যোজনা ঘরের লিস্ট 2025 pdf download
তবে পুরুষদের জন্য এই রকম কোনো প্রকল্প চালু করা হবে । এই বিষয়ে সরকার কোনো আপডেট নেই । বা সরকার জানাইনি যে এমন কোনো প্রকল্প চালু করা হবে । অফিসিয়াল ভাবে এই বিষয়ে কোনো আপডেট নেই । তবে পরবর্তীতে আপডেট আসলে আপনাদের জানিয়ে দেওয়া হবে ॥
Lalshmir Bhandar Men ( পুরুষদের লক্ষীর ভান্ডার )
Lalshmir Bhandar Men – Lakhir Bhandar Amount Increase: এবার পুরুষদের জন্য লক্ষীর ভান্ডার চালু । এতো দিন ধরে তো মহিলারা পাচ্ছিলো । কিন্তু এবার পাবে পুরুষরা ॥