Lakhir Bhandar News Today 2025 – Lakhir Bhandar Amount Stop: লক্ষীর ভান্ডার নিয়ে এখন রাজ্যের মহিলাদের বড়ো সমস্যা । এক এক করে নাম কেটে বাদ দেওয়া হচ্ছে লক্ষীর ভান্ডারে । তবে আপনার বাদ যাইনি তো ॥
আর এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে যে যদি আপনার নাম বাদ যাই । তাহলে আপনার কোন অপরাদ এর কারনে নাম বাদ গেল এবং আপনি কীভাবে পুনরায় প্রকল্পের সুবিধা নিতে পারবেন ॥
Table of Contents
এছাড়াও লক্ষীর ভান্ডার প্রকল্পে নাম দাব দেবার কি কি কারন রয়েছে এমনকি এর কি কি সমাধান রয়েছে সমস্ত তথ্য আপনারা আজকের প্রতিবেদনে জানতে পারবেন । তবে চলুন তথ্য গুলো জেনে নেওয়া যাক ॥
Lakhir Bhandar News Today 2025 ?
লক্ষীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে সরকার রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তা করেন । আর যোগ্য এমন কোনো মহিলা নেই, যে মহিলা এই প্রকল্পের সুবিধা পাচ্ছে না । তবে এখন এই লক্ষীর ভান্ডার প্রকল্পে একটি বড়ো সমস্যা দেখা দিয়েছে । লক্ষীর ভান্ডার প্রকল্প থেকে নাম বাদ দেওয়া হচ্ছে বা নাম কিছু মহিলার নাম কেটে দেওয়া হচ্ছে ॥
লক্ষীর ভান্ডার প্রকল্পের উদ্দেশ্যে ?
লক্ষীর ভান্ডার প্রকল্প চালু করার একটি উদ্দেশ্যে । আর সেটি হচ্ছে আর্থিক ভাবে পিছিয়ে থাকা মহিলাদের সহায়তা করা । সরকার এই প্রকল্পের শুভ শুচনা করেন ২০২১ সালে । আর তখন এই প্রকল্পের মাধ্যমে সুবিধা দেওয়া হতো জেনারেলদের ৫০০ এবং তপসিল জাতি ও উপজাতীদের ১০০০ দেওয়া হতো ॥
আরো পড়ুন: – Awas Final List 2025: আবাস যোজনা ঘরের লিস্ট 2025 pdf download
কিন্তু সরকার সেই টাকার পরিমান বাড়িয়েছে । আর এখন সেই টাকার পরিমান বাড়িয়ে জেনারেলদের করা হয়েছে ১০০০ টাকা এবং তপসিল জাতি এবং উপজাতিদের করা হয়েছে ১২০০ টাকা । আর এই টাকা প্রত্যেক মাসে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকে যাই ॥

লক্ষীর ভান্ডারে নাম বাদ পড়ার কয়েকটি কারন ?
১. ভুয়া প্রমাণ পত্র!
অনেকেই সঠিক তথ্য না দিয়ে ভুয়া তথ্য দিয়ে জালিয়াতি করে লক্ষীর ভান্ডার প্রকল্পের সুবিধা বা টাকা নিচ্ছেন । আর তাদের নাম গুলো এবার ছাটাবাছাই করে বাদ দেওয়া হচ্ছে ॥
২. বয়সের ভুয়া প্রমান পত্র !
অনেকেই বয়স চুরি করে লক্ষীর ভান্ডার প্রকল্পের আবেন করেছে । বা বয়স লুকিয়ে যালিয়াতি করে প্রকল্পের সুবিধা নিচ্ছে । এবার সেগুলো ছাটাইবাছাই করে বাদ দেওয়া হচ্ছে ॥
৩. একাধিক অ্যাকাউন্ট !
কিছু কিছু মহিলা একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে কেন্দ্র এবং রাজ্য সরকারের নানা রকম প্রকল্পের সুবিধা অনিয়মে নিয়ে যাচ্ছে । তাদেরও নাম ছাটাই বাছাই করে বাদ দেওয়া হচ্ছে ॥
৪. কে ওয়াই সি সম্পূর্ণ না করা !
যদি কোনো মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কে ওয়াই সি করা না থাকে । তাহলে সাময়িক ভাবে যে কোনো ভাতা বন্ধ থাকে । আর এর জন্য কেওয়াইসি করাতে হবে ॥
৫. জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট !
এমনও অনেক মহিলা রয়েছে । যাদের জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে । আর রাজ্য সরকার জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিবে না বলে জানিয়েছেন বা তাদের নাম বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে ॥
নাম বাতিল হলে কীভাবে পুনরায় সুবিধা পাবেন ?
যদি আপনার নাম বাতিল করে দেওয়া হয় । তাহলে আপনাকে কয়েকটি কাজ কারতে হবে । আর সেগুলো নিচে ভালো করে আপনাদের বুঝানো হয়েছে ॥
১. ভুয়া নয়, একদম অসল ডকুমেন্ট বা প্রমান পত্র গুলো জমা করুন বিডিও অফিসে !
২. সিঙ্গের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুলন এবং সেটি জমা করুন বিডিও অফিসে !
৩. ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেওয়াইসি সক্রিয রাখুন !
৪. আর এই সমস্ত সমাধান গুলো আপনাকে আপনার ব্লক অফিসে যেতে হবে । সেখানে গিয়ে আপনি সমাধান করতে পারবেন ॥
আরো পড়ুন: – Lakshmir Bhandar Men: পুরুষদের জন্য লক্ষীর ভান্ডার চালু ! এবার ডবল টাকা 2025
সরকারের বড়ো পদক্ষেপ ?
লক্ষীর ভান্ডার প্রকল্পের সুবিধা জেন সঠিক যোগ্য মহিলারা পাই । সেই চিন্তা মাথাই নিয়ে এই পদক্ষেপ । সরকার এদিকে দেখছেন অযোগ্যরা পাচ্ছেন প্রকল্পের সুবিধা অথচ যোগ্য মহিলারা পাচ্ছে না প্রকল্পের সুবিধা । তাই এই পদক্ষেপ । তবে যদি আপনার নাম বাদ হয় বা বাদ হবে বলে মনে হয় । তাহলে সমস্ত ডকুমেন্ট সহ আপনি নিজে ব্লক গিয়ে ডকুমেন্ট গুলো জমা করে আসুন ॥
Lakhir Bhandar News Today 2025 ?
Lakhir Bhandar News Today 2025 – Lakhir Bhandar Amount Stop: লক্ষীর ভান্ডার নিয়ে এখন রাজ্যের মহিলাদের বড়ো সমস্যা । এক এক করে নাম কেটে বাদ দেওয়া হচ্ছে লক্ষীর ভান্ডারে । তবে আপনার বাদ যাইনি তো ॥