ICDS Smartphone Announcement: পশ্চিমবঙ্গ সরকার প্রতি নিয়ত নতুন কিছু নিয়ে আসছে । আর ২০২৫ সালে নতুন বছরের প্রথম মাসেই অঙ্গনওয়াড়ি বা আইসিডিএস কর্মীদের জন্য মুখ্যমন্ত্রীর বড়ো একটি ঘোষণা করলেন ॥
গত কালকে অর্থাৎ ২০ই জানুয়ারি মুর্শিদাবাদের লালবাগের হাজার দুয়ারির নবাবা ইনস্টিটিউশনের মাঠে একটি প্রশাসনিক সভা আয়োজন করা হয়েছিলো । আর এই সভাতে মুখ্যমন্ত্রী নিজে হাজির হয়েছিলেন ॥
Table of Contents
শুধু মুখ্যমন্ত্রী এসেছিলেন এমনা নয় । এই সভাতে মুখ্যমন্ত্রী আসার পরে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন । তার মধ্যে একটি বড়ো ঘোষণা মুখ্যমন্ত্রীর যে অঙ্গনওয়াড়ি বা আইসিডিএস কর্মীদের দেওয়া স্মার্টফোন । তবে কবে দেওয়া হবে এবং এই বিষয়ে কি আপডেট এসেছে চলুন জেনে নেওয়া যাক ॥
ICDS Smartphone Announcement WB Government ?
মুখ্যমন্ত্রী প্রতিদিন কোথাও না কোথাও সভা করছেন । আর মুখ্যমন্ত্রী গত কালকে মানে ২০ই জানুয়ারি মুর্শিদাবাদের সভাতে গিয়েছিলেন । মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদের মঞ্চ থেকে পরিস্কার ভাবে জানিয়েছেন যে এবার অঙ্গনওয়াড়ি বা আইসিডিএস কর্মীদের দেওয়া হবে স্মার্টফোন ॥
অঙ্গনওয়াড়ি বা আইসিডিএস কর্মীদের তাদের কাজের জন্য এই ফোন দেওয়া হবে রাজ্য সরকার এর পক্ষ থেকে । তবে ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকার এর জন্য টেন্ডার ডাকা হয়ে গিয়েছে । জানিয়েছেন শীঘ্রই অঙ্গনওয়াড়ি বা আইসিডিএস কর্মীদের হাতে মোবাইল তুলে দেওয়া হবে ॥
আরো জানিয়েছেন যে যখন দেশে মহামারি চলাকালিন কেও বাড়ি থেকে বের হতো না । কিন্তু অঙ্গনওয়াড়ি বা আইসিডিএস কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পরিষেবা দিয়েছেন আর এখনও পরিষেবা দিয়ে চলেছেন মানুষদের । তাই এদের জন্য আমারা অনেক কিছু ভেবে রেখেছি ॥
জানা গিয়েছে অঙ্গনওয়াড়ি বা আইসিডিএস কর্মীদের বেতন বাড়ানো হয়েছে আর এখন রাজ্য সরকার এর তরফ থেকে ফোন দেওয়া হবে অঙ্গনওয়াড়ি বা আইসিডিএস কর্মীদের হাতে ॥
মুর্শিদাবাদে বাংলার বাড়ি এবং দুয়ার সরকার ঘোষণা ?
আশা কর্মীদের স্মার্টফোন দেবার কথা মুখ্যমন্ত্রী বলেছেন তার পাশা পাশি মুখ্যমন্ত্রী বাংলার বাড়ি প্রকল্প নিয়ে অনেক কিছু বলেছেন । মুখ্যমন্ত্রী বলেছেন একটি সার্ভের মাধ্যমে জানা গিয়েছে ২৮ লক্ষের মতো মানুষ বাংলার বাড়ি টাকা পাবেন বলে মনে করছেন । আর এর মধ্যে ইতিমধ্যে রাজ্য সরকার ১২ লক্ষ মানুষদের বাংলার বাড়ি প্রকল্পের টাকা দিয়ে দিয়েছেন ॥
আরো পড়ুন: – পিএম কিষাণ ১৯তম কিস্তি টাকা কবে ঢুকবে ? PM Kisan Next Instalment Upcoming 2025
মুখ্যমন্ত্রী আরো বলেন যে বাকি ১৬ লক্ষ মানুষ খুব শীঘ্রই বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাবেন । এছাড়াও মুখ্যমন্ত্রী দুয়ারে সরকার ক্যাম্প নিয়েও জানিয়েছেন । যে ২৪ই জানুয়ারিতে শুরু হবে দুয়ারে সরকার । আর এতে আপনারা সরকার ৩৭টি প্রকল্পের পরিষেবা পাবেন ॥
মুর্শিদাবাদে বিড়ি শ্রমিকদের জন্য নতুন হাসপাতাল ?
এই সমস্ত কথা গুলো বলার পরে মুখ্যমন্ত্রী বলেছেন বিড়ি শ্রমিকদের উদ্দেশ্যে । মুখ্যমন্ত্রী বলেন মুর্শিদাবাদে অনেক মানুষ রয়েছে যারা বিড়ি শ্রমিক কাজ করেন । আর তাদের জন্য সরকার হাসপাতাল তৈরি করবেন বলে জাইগা দেখার কাজ চলছে ॥
মানে বিড়ি শ্রমিকদের জন্য নতুন হাসপাতাল তৈরি করবেন রাজ্য সরকার । আর এই হাসপাতালের জন্য সরকার ইতিমতো জাইগা খুজছেন বা দেখছেন । এছাড়াও বলেছেন যে আশা করা যাচ্ছে যে আগামী ২ বছর এর মধ্যে হাসপাতাল তৈরি হয়ে যাবে ॥
আরো পড়ুন: – বাংলার বাড়ি টাকা ঢুকেনি, মেসেজ আসার পরেও ! Bangla Bari New Update 2025
এছাড়াও আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রী করেছেন । এমনকি OBC দের নিয়েও একটি বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী । এছাড়াও মুখ্যমন্ত্রী NRC করতে হবে বলে জানিয়েছেন কেন্দ্র সরকার । কিন্তু মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদে এই মঞ্চ থেকে বলেছেন যে আমি থাকতে ওসব কোনো দিন হতে দিবো না । আর এর থেকেও আরো বেশি জানতে এখন আপনাদের লাইড ভিডিও দেখতে হবে ॥
ICDS Smartphone Announcement WB Government ?
ICDS Smartphone Announcement: পশ্চিমবঙ্গ সরকার প্রতি নিয়ত নতুন কিছু নিয়ে আসছে । আর ২০২৫ সালে নতুন বছরের প্রথম মাসেই অঙ্গনওয়াড়ি বা আইসিডিএস কর্মীদের জন্য মুখ্যমন্ত্রীর বড়ো একটি ঘোষণা করলেন ॥