How to apply for Lakshmir Bhandar online: লক্ষীর ভান্ডারে কি অনলাইনে আবেদন করা যাবে । নাকি লক্ষীর ভান্ডারে অফলাইনে আবেদন করতে হবে । এছাড়াও এই প্রকল্পে আবেদন করার কি কি ডকুমেন্ট লাগবে ॥
এমনকি এই প্রকল্পের আবেদন কারা করতে পারবে । এই লক্ষীর ভান্ডারে আবেদন করার জন্য কোন কোন ডকুমেন্টের প্রয়োজন হবে । এছাড়াও আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনারা আজকের প্রতিবেনদে জানতে পারবেন ॥
Table of Contents
পশ্চিমবঙ্গ বেশ অনেক গুলো প্রকল্প সরকার চালু রেখেছে । কিন্তু সেই সমস্ত প্রকল্প গুলোর মধ্যে একটি হচ্ছে লক্ষীর ভান্ডার । এই লক্ষীর ভান্ডার প্রকল্পটি খুবি জনপ্রিয় হয়ে উঠেছে পশ্চিমবঙ্গে ॥
লক্ষীর ভান্ডার কাদের জন্য ও কারা আবেদন করবে ?
তবে বিষয় হচ্ছে কারা এই প্রকল্পের সুবিধা নিতে পারবে বা আবেদন করতে পারবে । লক্ষীর ভান্ডার প্রকল্পটি শুধুমাত্র রাজ্যের মহিলাদের জন্য চালু করা হয়েছে । এই প্রকল্পের সুবিধা শুধুমাত্র মহিলারা পাবে ॥
আরো পড়ুন: – নাম দিয়ে কি আধার কার্ড পাওয়া যাবে? Aaadhaar Search by Name Free 2025
তবে সব মহিলা এই প্রকল্পের সুবিধা নিতে পারবে না । এই প্রকল্পের সুবিধা শুধুমাত্র ২৫ বছর বয়সি মহিলারা পাবেন । আর যদি বয়স লুকিয়ে সুবিধা নেন তাহলে সরকারি ভাবে তার ব্যবস্থা নেওয়া হবে ॥
লক্ষীর ভান্ডারে আবেদন করার জন্য কি কি প্রয়োজন ?
লক্ষীর ভান্ডারে আবেদন করার জন্য যে সমস্ত ডকুমেন্ট গুলো প্রয়োজন হবে । সেই ডকুমেন্ট গুলোর নাম নিচে দেওয়া হলো ॥
- আধার কার্ড
- ভোটার কার্ড
- মোবাইল নম্বর
- ব্যাঙ্ক অ্যাকাউন্ট
- আবেদন ফর্ম
- মোবাইল নম্বর
- স্বাস্থ্য সাথী কার্ড
লক্ষীর ভান্ডারে আবেদনের জন্য খরচ কত ?
একটিও টাকা খরচ হবে না লক্ষীর ভান্ডার প্রকল্পে আবেদন করার জন্য । সম্পূর্ণ বিনামূল্যে আপনি লক্ষীর ভান্ডার প্রকল্পের আবেদন করতে পারবেন । বিনা খরচে আবেদন করে প্রতি মাসে সুবিধা নিতে পারবেন ॥
How to apply for Lakshmir Bhandar online?
অনেকেই বলেন যে লক্ষীর ভান্ডার প্রকল্পে নাকি অনলাইনে আবেদন করা যাই । তবে মনে রাখা দরকার যে লক্ষীর ভান্ডার প্রকল্পে কোনো ভাবে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন না । লক্ষীর ভান্ডারে অবেদন শুধুমাত্র অফলাইন এর মাধ্যমে করা যাই ॥
আর দুয়ারে সরকার ক্যাম্পেও আবেদন করা যাই । তবে অনলাইন থেকে কোনো ভাবে আবেদন করতে পারবেন না । এটা সম্পূর্ণ ভুল ধারনা । প্রকল্পের সুবিধা নিতে চাইলে দ্রুত অফলাইনে আবেদন করুন ॥
আরো পড়ুন: – স্বাস্থ্য সাথী কার্ড অনলাইনে কিভাবে আবেদন করব? Swasthya Sathi Online Apply 2025
আবেদন করার পরে স্টাটাস দেখুন ?
লক্ষীর ভান্ডারে আবেদন করার পরে শুয়ে বা বসে থাকলে হবে না । আবেদন করার পরে দেখতে হবে যে আপনার নাম এই প্রকল্পে approved হলো কিনা । আর সেটি নিচের পদ্ধতি ব্যবহার করে দেখতে পারবেন ॥
১. প্রথমে অফিসিয়াল ওয়েব সাইটে চলে আসবেন লিংক নিচে ॥
২. এবার হোম পেজে track application এ ক্লিক করবেন ॥
৩. এখন আপনি কি দিয়ে স্টাটাস দেখতে চান সেটি সিলেট করবেন ( আধার, স্বাস্থ্য সাথী, মোবাইল, অ্যাকাউন্ট নম্বর ) ॥
৪. যেটি সিলেট করবেন সই নম্বর বসিয়ে দিবেন ॥
৫. ক্যাপচার জাইগা মতো ফিল করে সার্চ করবেন ॥
৬. তাহলে আপনি এখানে স্টাটাস দেখতে পেয়ে যাবেন ॥
লক্ষীর ভান্ডার প্রকল্পের সুবিধা কী ?
এই লক্ষীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে সরকার প্রতি মাসে ১০০০ এবং ১২০০ টাকা করে দিয়ে থাকেন রাজ্যের মহিলাদের । আর এই টাকা মাসের ৫ থেকে ৭ দিনের মধ্যে ঢুকে যাই উপভোক্তার অ্যাকাউন্টে । তবে কিছু কিছু সময়ে এর থেকে বেশি সময় লাগতে পারে ॥
How to apply for Lakshmir Bhandar online?
লক্ষীর ভান্ডারে আবেদন করার পরে শুয়ে বা বসে থাকলে হবে না । আবেদন করার পরে দেখতে হবে যে আপনার নাম এই প্রকল্পে approved হলো কিনা । আর সেটি নিচের পদ্ধতি ব্যবহার করে দেখতে পারবেন ॥