Farmer Id Card 2025: কেন্দ্র দেশের কৃষকদের জন্য চালু করেছেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা । আর এই প্রকল্পের সুবিধা ঠিক মতো পেতে এবার সরকারের বড়ো পদক্ষেপ । কেন্দ্র নতুন নির্দেশকা দিলো পিএম কিষাণ সমস্ত নথিভুক্ত কৃষকদের ॥
Table of Contents
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনাই নাম থাকলেই এই ফার্মার আইডি কার্ড করতেই হবে । অন্যথায় পিএম কিষাণ প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবে কৃষকরা । আর এর জন্য নির্ধারিত সময় নির্দিষ্ট করে দিয়েছেন । তবে চলুন এই বিষয় গুলো এবার জেনে নেওয়া যাক ॥
Farmer Id Card কি কারনে বাধ্যতামূলক ?
সরকার স্বচ্ছতা বজায় রাখতর এবং কৃষকদের জমির সাথে আধার লিংক করার জন্য । বা বলতে পারেন জমির তথ্য গুলোর সাথে এবারে আধার লিংকের কাজ করতে সরকারের এই উদ্যোগ নিয়েছেন । আর ১৫ই নভেম্বর থেকে এই কাজ শুরু হয়েছে ॥
যারা এই কাজ করবেন না । সেই সমস্ত কৃষকদের পিএম কিষাণ যোজনার পরবর্তী কিস্তির টাকা নাও ঢুকতে পারে । ডিসেম্বরের পরে এই ফার্মার আইডি কার্ড বাধ্যতামূলক পিএম কিষাণ যোজনার সমস্ত সুবিধাভোগীদের জন্য ॥
আর এই ফার্মার আইডি করলে যে শুধুমাত্র পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পাবে এমনটা কিন্তু নয় । এছাড়াও আরো যে সমস্ত কৃষকদের সুবিধা সরকার দেই । সেই সুবিধা গুলো পাওয়া সহজ হবে । এমনকি ক্ষতিগ্রস্ত কৃষকদের যখন ক্ষতি হবে তখন তাদের ফসলের ক্ষতিপূরণ দেবার জন্য সঠিক কৃষকদের চিহ্নত করা সহজ হবে ॥
ফার্মার আইডি করার সুবিধা কি !
এই ফার্মার আইডি বানালে খুব সহজে ন্যৃনতম সহায়তা পাবে । এছাড়াও পিএম কিষাণ প্রকল্পের সুবিধা খুব সহজে পাওয়া যাবে । আবার বার বার কৃষকদের যাচাই করার থেকে কিছুটা হলেও রেহাই পাওয়া যাবে । এছাড়াও সরকারি নানা রকম প্রকল্পের সুবিধা সহজে পাওয়া যাবে । এমনকি ক্ষতিগ্রস কৃষকদের খুব সহজে চিহ্নত করা যাবে ॥
সময় সীমা কত দিন রয়েছে ?
ফার্মার আইডি করার জন্য সরকার ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছিলো । এতো দিনে সময় শেষ হয়ে যাবার কথা । কিন্তু সরকার এর সময় সীম আরো বাড়িয়েছেন । আর সময় বাড়িয়ে সরকার ২৬শে জানুয়ারি ২০২৫ তারিখ নির্ধারিত করেছেন । এই সময়ের মধ্যে কার্ডটি করে নিতে হবে ॥
ফার্মার আইডি কীভাবে বানাবেন ?
১. প্রথমে আপনাকে Agristack এর অফিসিয়াল ওয়েব সাইটে আসতে হবে ॥
২. এবার মোবাইল নম্বর দিয়ে লগিন করে নিতে হবে ॥
৩. এর পরে ওটিপি ক্যাপচার কোড বসিয়ে দিবেন ॥
৪. এখন আপনাকে Create New Account অপশেনে ক্লিক করবেন ॥
৫. এবার আপনাকে সমস্ত তথ্য দিতে হবে । যেমন আধার, জমির তথ্য সহ বেশ কিছু তথ্য ॥
৬. এখন সমস্ত কিছু দেবার পরে আপনাকে সাবমিট করতে হবে । তাহলেই দেখবেন আপনার ফার্মার আইডি তৈরি হয়ে যাবে ॥
সরকারের গুরুত্বপূর্ণ বার্তা ?
মনে রাখবেন সমস্ত কৃষকদের লক্ষ করে বলা হয়েছে । যে সমস্ত কৃষকদের ফার্ম আইডি এখন বানানো হয়নি । তারা যদি পিএম কিষাণ প্রকল্পের সুবিধা নিতে চাই এবং আরো সরকারি অন্যান্য প্রকল্পের সুবিধা নিতে চাই । তাহলে যেন দ্রুত ফার্মার আইডি বানিয়ে নেই । অন্যথায় ১৯তম কিস্তির টাকা পাবে না কৃষকরা ॥
আরো পড়ুন: – কৃষকদের ডবল টাকা দিচ্ছে কেন্দ্র ! কীভাবে ও কারা পাবে? PM Kisan Payment Increase 2025
কেন্দ্রের দেওয়া ২০০০ কীভাবে পাবেন ?
দেখুন পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে সরকার ২০০০ টাকা দিয়ে থাকেন । আর এই ২০০০ টাকা পেতে হলে ফার্মার আইডি করাও বাধ্যতামূলক কৃষকদের জন্য । তাই পিএম কিষাণ প্রকল্পের ২০০০ টাকা পেতে অবশ্যই ফার্মার আইডি কার্ড বানিয়েনিন ॥
Farmer Id Card 2025
Farmer Id Card 2025: কেন্দ্র দেশের কৃষকদের জন্য চালু করেছেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা । আর এই প্রকল্পের সুবিধা ঠিক মতো পেতে এবার সরকারের বড়ো পদক্ষেপ ।