Easy to Ration Card Transfer: বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি রেশন কার্ড ট্রান্সফার 2025 !

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Easy to Ration Card Transfer After Marriage 2025: বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি রেশন কার্ড ট্রান্সফার কীভাবে করবেন । বিবাহিত শুত্রু রেশন কার্ড ট্রান্সফার করার জন্য টি কি কি প্রয়োজন হবে বা কোন ডকুমেন্ট এর প্রয়োজন হবে । এছাড়াও কত দিন সময় লাগবে ট্রান্সফার হতে এমনকি কারা করতে পারবে সমস্ত কিছু জানুন ॥

Ration Card Transfer কেন করবেন ?

রেশন কার্ড ট্রান্সফার কেন করবেন এবং কি জন্য ট্রান্সফার করা প্রয়োজন । যদি আপনারা একটু লক্ষ করেন তাহলে দেখতে বা বুঝতে পারবেন । বিবাহিত কারনে রেশন কার্ড ট্রান্সফার করতে হয় । কারন ওই মহিলা তার বাবার বাড়ি থেকে স্বামী বা শশুর বাড়ি চলে যাচ্ছে ॥

আরো পড়ুন: – জানুয়ারি থেকে বাড়ছে ভাতা ! মমতা দিচ্ছে 1800 টাকা – Mamata New Scheme

তাই ওই মহিলার রেশন কার্ডটিও তার বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি রেশন কার্ডটিও নিয়ে যেতে হবে । আর তার জন্য রেশন কার্ড ট্রান্সফার করতে হবে । এছাড়া যদি কোনো পরিবার জাইগা পরিবর্তন করেন । তাহলে সেক্ষেত্রেও রেশন কার্ড ট্রান্সফার করা প্রয়োজন বা বাধ্যতামূলক ॥

রেশন কার্ড ট্রান্সফার করতে কি ডকুমেন্ট লাগবে ?

রেশন কার্ড ট্রান্সফার করার জন্য বেশ কিছু ডকুমেন্ট এর প্রয়োজন হয় । আর এই ট্রান্সফার ২ থেকে ৩ ফর্ম এর মাধ্যমে ট্রান্সফার করা যাই । তার মধ্যে বিবাহিত কারনের জন্য ১৪ নম্বর ফর্ম ফিলাপ করতর হয় । আর এই ১৪ নম্বর ফর্ম ফিলাপ করার জন্য নিচের ডকুমেন্ট গুলো প্রয়োজন হবে ॥

  • বিবাহের শংসাপত্র
  • ডিভোর্স শংসাপত্র
  • এছাড়াও বিভিন্ন ডকুমেন্ট আছে
  • সমস্ত ডকুমেন্ট লিস্টের লিংক ক্লিক করুন

Easy to Ration Card Transfer Online 2025 ?

যদি আপনি বিবাহিত কারনে রেশন কার্ড ট্রান্সফার করতে চান । তাহলে আপনারা দুই ভাবে করতে পারবেন । অনলাইনে এবং অফলাইনে আপনারা এই কাজ করতে পারবেন বা ট্রান্সফার করতে পারবেন ॥

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Ration Card Transfer Online Step by Step ?

১. প্রথমে আপনাকে রেশন কার্ডের অফিসিয়াল ওয়েব সাইটে চলে আসতে হবে । সেখানে হোম পেজে সিটিজেন হোম এর উপর ক্লিক করবেন ॥

২. এবার আপনি রেশন কার্ড কর্নারে ক্লিক করবেন । এবার আপনি অফিস অনুমোদিত অপশেনে বেছে নিবেন ॥

৩. এর পরে আপনি অনলাইন আবেদন অপশেনে বেছে নিবেন । এবার আপনি ১৪ নম্বর ফর্ম এর উপর ক্লিক করবেন ॥

৪. এখন আপনাকে লগিন করতে হবে । যে মহিলার রেশন কার্ড ট্রান্সফার করবেন । সেই কার্ডে যে মোবাইল নম্বর লিংক আছে । সেই মোবাইল নম্বর এবং ওটিপি দিয়ে লগিন করে নিবেন ॥

৫. এবার আপনি একদম নিচের দিকে গিয়ে পুনরায় ১৪ নম্বর ফর্ম এর উপর ক্লিক করবেন ॥

৬. যে মহিলার কার্ডটি ট্রান্সফার করতে চাইছেন । কার্ডটি সিলেট করে নিয়ে পরবর্তী পেজে চলে যাবেন ॥

৭. এখনে সমস্ত কিছু দেখে নিবেন এবং পরবর্তী পেজে চলে যাবেন । এবার আপনি রিলেশন এবং ট্রান্সফার এর কারন সিলেট করে নিবেন ॥

আরো পড়ুন: – Bangla Awas Taka কবে ঢুকবে ! প্রথম কিস্তির 60000 টাকা ঢুকছে, আপনার দেখুন

৮. সমস্ত কিছু হয়ে গেলে আপনি পরবর্তী অপশেনে ক্লিক করে পরের পেজে চলে যাবেন । এখানে পুনরায় ওটিপি দিয়ে সাবমিট করে দিবেন ॥

রেশন কার্ড ট্রান্সফার করতে কত সময় লাগবে ?

বিষয় হচ্ছে রেশন কার্ড ট্রান্সফার হতে কত দিন সময় লাগবে । মনে রাখা দরকার অনলাইন হোক বা অফলাইন হোক । এক কথায় অনলাইনে ইন্ট্রি হয়ে গেলে ১ থেকে ২ মাস এর মধ্যে ট্রান্সফার হয়ে যাই । কিন্তু এর কোনো নির্দিষ্ট সময় নির্ধারিত নেই । ১ মাস ২ মাস ৩ মাস ৪মাস ৫ মাস ৬ মাসও লাগতে পারে বা সম্ভবনা রয়েছে ॥

Easy to Ration Card Transfer Online 2025 ?

Easy to Ration Card Transfer After Marriage 2025: বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি রেশন কার্ড ট্রান্সফার কীভাবে করবেন । বিবাহিত শুত্রু রেশন কার্ড ট্রান্সফার করার জন্য টি কি কি প্রয়োজন হবে বা কোন ডকুমেন্ট এর প্রয়োজন হবে

Leave a Comment