Duare Sarkar Camp Upcoming 24th January 2025: মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী ২৪ই জানুয়ারি রাজ্যে দুয়ারে সরকার ক্যাম্প বসবে প্রত্যেক জেলায় । তবে এই দুয়ারে সরকার ক্যাম্পে কি কি কাজ করা যাবে ॥
Table of Contents
দুয়ারে সরকার ক্যাম্প সরকার সাধারন মানুষদের দুয়ারে সরকারি পরিষেবা পৌছে দেবার জন্য চালু করা হয়েছে । এই দুয়ারে সরকারের মাধ্যমে সাধারন মানুষ সরকারি নানা রকম পরিষেবা নিতে পারে । তবে চলুন দুয়ারে সরকারে কি কি কাজ করতে পারবেন জেনে নেওয়া যাক ॥
দুয়ারে সরকার ক্যাম্প কবে শুরু হবে ?
মুখ্যমন্ত্রী জানিয়েছেন আগামী ২৪শে জানুয়ারি রাজ্যে চালু হবে দুয়ারে সরকার ক্যাম্প । আর ফেব্রুয়ারি মাসের ১ তারিখে শেষ হবে এই দুয়ারে সরকার ক্যাম্প । তবে মনে রাখবেন ২৮ই জানুয়ারি থেকে দুয়ারে সরকার ক্যাম্পে জমা হওয়া আবেদন গুলোর কাজ অফিসিয়াল ভাবে শুরু হবে ॥
আরো পড়ুন: – পিএম কিষাণ ১৯তম কিস্তি টাকা কবে ঢুকবে ? PM Kisan Next Instalment Upcoming 2025
কি কি কাজ দুয়ারে সরকার ক্যাম্পে হবে ?
শুধু আগামী দুয়ারে সরকার বলে নয় আপনারা সরকারের চালু করা এই দুয়ারে সরকার ক্যাম্প এর মাধ্যমে সরকারি নানা রকম প্রকল্পের আবেদন করতে পারবেন । এছাড়াও অরো বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ এখানে করা যাবে । লিস্ট নিচে ॥
প্রকল্প গুলোর নাম কি ?
- লক্ষীর ভান্ডার
- স্বাস্থ্য সাথী
- রেশন কার্ড
- কৃষক বন্ধ
- আধার কার্ড
এই প্রকল্প গুলো অত্যন্ত জনপ্রিয় পশ্চিমবঙ্গে । তবে আরো ৩২টির মতো প্রকল্প রয়েছে উপরের গুলো ছাড়া । সর্বমোট ৩৭টি প্রকল্পের সুবিধা আপনারা পাবেন এই দুয়ারে সরকার ক্যাম্পে ॥
দুয়ারে সরকারে লক্ষীর ভান্ডারের সুবিধা ?
দুয়ারে সরকার ক্যাম্প থেকে আপনারা লক্ষীর ভান্ডার প্রকল্পে সুবিধা পাবেন । তবে লক্ষীর ভান্ডার প্রকল্পের কি কি কাজ করাতে পারবেন । যদি আপনার নাম লক্ষীর ভান্ডারে না থাকে । তাহলে আপনি খুব সহজে লক্ষীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন ॥
এছাড়াও যদি লক্ষীর ভান্ডার প্রকল্প কোনো সমস্যা থাকে আপনার বা কোনো কারনের জন্য প্রকল্পের টাকা যদি না পেয়ে থাকেন । তাহলে আপনি সেগুলোরও সমাধান এই দুয়ারে সরকার ক্যাম্প থেকে করতে পারবেন ॥

দুয়ারে সরকার ক্যাম্পে কৃষক বন্ধু সুবিধা ?
আপনি দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে পারবেন । এছাড়াও যদি কৃষক বন্ধু প্রকল্পে আপনার কোনো সমস্যা থাকে এমনকি যদি কৃষক বন্ধু প্রকল্পে আধার লিংক করতে চান । তাহলে সেই সমাধান এবং আধার লিংক এই দুয়ারে সরকার ক্যাম্পে খুব সহজে করতে পারবেন ॥
আরো পড়ুন: – বাংলার বাড়ি টাকা ঢুকেনি, মেসেজ আসার পরেও ! Bangla Bari New Update 2025
স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধা দু্যারে সরকারে ?
নতুন স্বাস্থ্য সাথী কার্ডের আবেদন আপনি এই দুয়ারে সরকার ক্যাম্প থেকে করতে পারবেন । যদি আপনার স্বাস্থ্য সাথী কার্ড থাকে । এবং যদি সেই কার্ডে নাম ভুল থাকে বা অন্য কোনো সমস্যা থাকে । তাহলে তার সমাধান দুয়ারে সরকারে করতে পারবেন ॥
এছাড়াও এমনও অনেক পরিবার রয়েছে । যাদের স্বাস্থ্য সাথী কার্ডে যাদের পরিবারের কোনো সদস্য এড়িয়ে গিয়েছে । আর ওই পরিবারটি এখন তাদের থাকা স্বাস্থ্য সাথী কার্ডে এড়িয়ে যাওয়া সদস্যটির নাম এড বা যুক্ত করাতে চান । তাহলে আপনারা এই দুয়ারে সরকার ক্যাম্প থেকে স্বাস্থ্য সাথী কার্ডে নতুন সদস্যদের নান যুক্ত করাতে পারবেন ॥
রেশন কার্ডের সুবিধা দুয়ারে সরকারে ?
দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা রেশন কার্ডের যাবতীয় কাজ করাতে পারবেন । যেমন ধরুন নতুন রেশন কার্ডের আবেদন করতে পারবেন । রেশন কার্ড ট্রান্সফার করতে পারবেন । রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করাতে পারবেন । নতুন পরিবারে নতুন কার্ড বানাতে পারবেন ॥
রেশন কার্ড সংশোধন করাতে পারবেন । রেশন কার্ডে নমিনি যুক্ত করাতে পারবেন । রেশন কার্ডের যাবতীয় কাজ আপনারা এই দুয়ারে সরকার ক্যাম্প থেকে আপনারা করতে পারবেন । আর সেই দুয়ারে সরকার আগামী ২৪শে জানুয়ারি বসবে ॥
আধার কার্ডের সুবিধা দুয়ারে সরকারে ?
হয়তো আপনারা কম বেশি সবাই জানেন যে আধার কার্ডের কাজ সব জাইগায় হয় না । আধার কার্ডের যাবতীয় কাজ শুধুমাত্র আধার সেন্টারেই হয় । তাই আপনারা আধার কার্ডের কোনো পরিষেবা দুয়ারে সরকার ক্যাম্প থেকে নিতে পারবেন না ॥
তবে দুয়ারে সরকারে আধার কার্ডের একটি সুবিধা পাবেন । আর সেটি হচ্ছে আপনার নিকটতম কোথায় আধার সেন্টার রয়েছে । সেটি খুজে দিতে আপনাকে সাহায্য করবে । আর যদি সম্ভব হয় বা কোনো পোষ্ট অফিসের আধারের আইডি পাওয়া যাই । তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র আধারে মোবাইল লিংক করার কাজটি হতে পারে । তবে কোনো গ্যারান্টি নেই ॥
আরো পড়ুন: – এবার সরকার স্মার্টফোন দিচ্ছে আশা কর্মীদের ! ICDS Smartphone Announcement 2025
Duare Sarkar Camp Upcoming 24th January ?
আগামী দুয়ারে সরকার ক্যাম্পে উপরে উল্লেখিত প্রকল্প গুলো ছাড়াও আরো অনেক প্রকল্পের সুবিধা পাবেন । তবে সব প্রকল্পের নাম ও কাজ গুলো এক এক করে বলা সম্ভব নয় । আপনারা সর্বমোট ৩৭টি প্রকল্পের সুবিধা এই দুয়ারে সরকার ক্যাম্প থেকে নিতে পারবেন ॥
Duare Sarkar Camp Upcoming
Duare Sarkar Camp Upcoming 24th January 2025: মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী ২৪ই জানুয়ারি রাজ্যে দুয়ারে সরকার ক্যাম্প বসবে প্রত্যেক জেলায় ।