২০২৫ এ দুয়ারে সরকার ক্যাম্প ! আপনার এলাকায় কবে কোথায় বসবে দেখুন, Duare Sarkar Camp List 2025

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Duare Sarkar Camp List 2025 Upcoming: এবার ২০২৫ এ দুয়ারে সরকার । এই দুয়ারে সরকার ক্যাম্প থেকে আপনি সরকারি বিভিন্ন রকম প্রকল্পের সুবিধা নিতে পারবেন । আর এই দুয়ারে সরকার ক্যাম্পের অপেক্ষায় রয়েছে রাজ্য বাসী ॥

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালির সভাই বক্তব্য দিতে গিয়র বললেন । ২০২৫ সালের জানুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে শুরু করে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত দুয়ারে সরকার নতুন প্রকল্পের কাজ চলবে ॥

তবে সরকাত নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেনি । শুধুমাত্র ২০২৫ সালের জানুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে শুরু করে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত এই দুয়ারে সরকার ক্যাম্প চলবে এমনটা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ॥

কোন জাইগাতে দুয়ারে সরকার ক্যাম্প বসবে ?

এবার অনেকেই মনে করছে যে এবারে এই দুয়ারে সরকার ক্যাম্প নাকো সব জাইগায় বসবে না । তবর মনে রাখা দরকার যে এর আগে দুয়ারে সরকার ক্যাম্প যে সমস্ত জাইগা গুলোতে বসতো বা বসেছিলো । সেই সমস্ত জাইগা গুলোতে এবারেও দুয়ারে সরকার ক্যাম্প বসবে ॥

আরো পড়ুন: – ফের রাজ্যে দুয়ারে সরকার চালু ! কবে শুরু এবং কবে শেষ, Duare Sarkar Camp Upcomin 2025

আর কোনো জেলা বা কোনো ব্লক বাদ যাবে না । পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় এবং সমস্ত ব্লকে এই দুয়ারে সরকার ক্যাম্প বসবে । তাই চিন্তা নেই আগে আপনার এলাকায় যেখানে বসেছিলো । এবারেও সেখানেই দুয়ারে সরকার ক্যাম্প বসবে ॥

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

দুয়ারে সরকারে কোন প্রকল্পের সুবিধা গুলো পাবো ?

দুয়ারে সরকার ক্যাম্প থেকে আপনারা পশ্চিমবঙ্গের সরকারের চালু করা প্রায় সমস্ত প্রকল্পের সুবিধা পাবেন । তাতে হয়তো কয়েকটা প্রকল্পের নাম এই লিস্টে না আসতে পারে । কিন্তু ৩৫ থেকে ৪০টির মতো প্রকল্পের সুবিধা এই দুয়ারে সরকার ক্যম্পে পাবেন ॥

Duare Sarkar Camp List 2025
Duare Sarkar Camp List 2025

যেমন: লক্ষীর ভান্ডার, কৃষক বন্ধু, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী সার্টিফিকেট, স্বাস্থ্য সাথী, রেশন কার্ডের যাবতীয় কাজ, সহ আর বেশ কিছু প্রকল্পের সুবিধা এই দুয়ারে সরকার ক্যাম্প থেকে নিতে পারবেন । বা বলতে পারেন এই ক্যাম্প থেকে সরাসরি আবেদন করতে পারবেন ॥

আপনার এলাকায় কোথায় ক্যাম্প বসবে দেখুন ?

এবার কথা হচ্ছে আপনার এলাকায় কোথায় এই দুয়ারে সরকার ক্যাম্প বসবে । যদি না জানেন তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক কবে কোথায় আপনার এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প বসবে ॥

Duare Sarkar Camp List 2025 ?

১. সবার প্রথমে আপনি ds.wb.gov.in ওয়েব সাইটে চলে আসবেন ॥

২. এখানে আপনি হোম পেজে দেখেবেন ফাইন্ড ক্যাম্প । সেখানে ক্লিক করবেন ॥

৩. তার পরে দেখবেন আপনাকে জেলা এবং ব্লক সিলেট করতে হবে সাথে গ্রাম ও গ্রাম পঞ্চায়েত সিলেট করে নিবেন ॥

৪. এগুলো সিলেট করে নেবার পরে দেখবেন যে আপনার এলাকার লিস্ট দেখা যাবে ॥

আরো পড়ুন: – বছরের শুরুতে রেশন বন্ধ, ঘোষণা কেন্দ্রের ! সবার জন্য বাধ্যতামূলক, January New Ration Rules

এই লিস্টে কি কি দেখতে পাবে ?

উপরের পদ্ধতি ব্যবহার করে যদি আপনি দুয়ারে সরকারের লিস্ট দেখেন । তাহলে এখানে আপনি দেখতে পাবেন ঠিক কোন জায়গায় আপনার এলাকায় দুয়ারে সরকার বসবে এবং কত তারিখে বসবে । এই সমস্ত তথ্য গুলো আপনারা এখানে দেখতে পাবেন ॥

Duare Sarkar Camp List 2025 ?

Duare Sarkar Camp List 2025 Upcoming: এবার ২০২৫ এ দুয়ারে সরকার । এই দুয়ারে সরকার ক্যাম্প থেকে আপনি সরকারি বিভিন্ন রকম প্রকল্পের সুবিধা নিতে পারবেন । আর এই দুয়ারে সরকার ক্যাম্পের অপেক্ষায় রয়েছে রাজ্য বাসী ॥

Leave a Comment