দুয়ারে সরকার ক্যাম্প ! আপনার এলাকার নতুন লিস্ট দেখুন, Duare Sarkar Camp 2025

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Duare Sarkar Camp 2025 New List for Upcoming: পশ্চিমবঙ্গ সরকার ফাইনালি ২০২৫ সালের জানুয়ারি মাসে পুনরায় দুয়ারে সরকার ক্যাম্প চালু করতে চলেছে । যে প্রকল্পের মাধ্যমে সরকার রাজ্যের প্রতিটা ঘরে ঘরে সরকারের পরিষেবা পৌছে দেবার জন্য এই পদক্ষেপ নিয়রছে ॥

রাজ্য সরকার এর পক্ষ থেকে ২০২০ সালে চালু করা এই দুয়ারে সরকার এর মাধ্যমে রাজ্যের প্রতিটা জেলায়, জেলায়, ব্লকে, ব্লকে, গ্রামে, গ্রামে, সরকার নানা রকম প্রকল্প হাতে নিয়ে পরিষেবা দিয়ে চলেছেন । আর এর মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ সরকারি পরিষেবা পেয়েছেন বা এখনও পাচ্ছেন ॥

তবে এবারে জানুয়ারি মাসে রাজ্য সরকার এর পক্ষ থেকে রাজ্যে পুনরায় দুয়ারে সরকার ক্যাম্প চালু হতে চলেছে । তবে চলুন এবার জেনে নেওয়া যাক এই ক্যাম্পের বিষয়ে এবং কীভাবে দেখবেন আপনার এলাকয় কোথায় এবং কবে এই দুয়ারে সরকার ক্যাম্প বসবে ॥

আরো পড়ুন: – পিএম কিষাণ 6000 বদলে 12,000 টাকা ! PM Kisan Payment News

দুয়ারে সরকার ক্যাম্প শুরু হবার তারিখ ?

রাজ্যে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন ১৪-১৬ জানুয়ারি গঙ্গাসাগর মেলা আর নেতাজি সুভাষচন্দ্র বসু জন্ম দিনে ২৩ই জানুয়ারি । এছাড়াও সাধারণতন্ত্র দিবস রয়েছে ২৬শে জানুয়ারি যে কারনে এই দিন গুলো মধ্যে সময় পাওয়া যাচ্ছে না । সরকার এগুলোর মধ্যে ব্যস্ত থেকে যাবে ॥

আর সেই জন্য রাজ্য সরকার বলেছেন যে জানুয়ারি মাসের একদম শেষ সপ্তাহে এই দুয়ারে সরকার ক্যাম্প শুরু হবে । আর ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ পর্যন্ত এই দুয়ারে সরকার ক্যাম্প চলবে । সরকার উপরে উল্লেখিত বিশেষ দিন গুলে এই ক্যাম্পের বাইরে রেখেছে ॥

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

কীভাবে জানবেন আপনার এলাকার তারিখ ও জাইগা ?

আপনার এলাকায় কোথায় এবং কত তারিখে বা কবে এই দুয়ারে সরকার ক্যাম্প বসবে । আর এটি দেখতে হলে নিচের পদক্ষেপ অবশ্যই ফলো করুন ॥

১. সবার প্রথমে আপনাকে ds.wb.gov.in ওয়েব সাইটে চলে আসবেন ॥

২. এখন এই সাইট এর হোম পেজে দেখবেন যে Find Your Camp অপশেনে, সেখানে ক্লিক করবেন ॥

৩. এখন আপনাকে আপনার জেলা, ব্লক, গ্রামের নাম গুলো সিলেট করতে হবে ॥

৪. এর পরে আপনি দেখতে পেয়ে যাবেন আপনার এলাকায় কবে কোথায় এই দুয়ারে সরকার ক্যাম্প বসবে ॥

আরো পড়ুন: – ফসলের ক্ষতিপূরণ দিচ্ছে সরকার ! আপনি কত পাবেন দেখুন, Bangla Shasya Bima Payment Check 2025

Duare Sarkar Camp এর পরিষেবা লিস্ট ?

এই দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা সরকারি নানা রকম প্রকল্পের সুবিধা নিতে পারবেন । এক দুই নয় প্রায় ৩৫ থেকে ৪০টি পরিষেবা এখানে পাওয়া যাবে তার মধ্যে কিছু পরিষেবার নাম নিচে রইলো ॥

  • রেশন কার্ডের যাবতীয় কাজ ।
  • স্বাস্থ্য সাথীর কাজ ।
  • লক্ষীর ভান্ডারের কাজ ।
  • কন্যাশ্রী প্রকল্পের কাজ ।
  • রুপশ্রী প্রকল্পের কাজ ।
  • শিক্ষাশ্রী প্রকল্পের কাজ ।
  • এসসি, এসটি, ওবিসি কাজ ।
  • বাংলার বাড়ি নতুন ।
  • মানবিক ভাতা ।
  • কৃষক বন্ধ প্রকল্প ।

এছাড়াও আরো অনেক প্রকল্প রয়েছে যেগুলো সুবিধা এই দুয়ারে সরকার ক্যাম্প থেকে পাওয়া যাবে বা আপনি পাবেন ॥

দুয়ারে সরকারের বিশেষ সুবিধা ?

পশ্চিমবঙ্গ এমনও অনেক অঞ্চল রয়েছে । যেখান থেকে সাধারন মানুষ সরকারের কাছে এসে প্রকল্পের সুবিধা নিতে পারছে না । তাই সরকার জানিয়েছেন যে ওই সমস্ত অঞ্চল গুলোতে অতিরিক্ত দুয়ারে সরকার ক্যাম্প বসানো হবে । যারা যে সুবিধা নিতে চাই । তাদের সেই সুবিধা দেবার জন্য ॥

আরো পড়ুন: – কৃষকদের ১২০০০ টাকা দিবে ! বাজেটে কেন্দ্রের নতুন প্রকল্প, Union Budget 2025

Duare Sarkar Camp 2025

Duare Sarkar Camp 2025 New List for Upcoming: পশ্চিমবঙ্গ সরকার ফাইনালি ২০২৫ সালের জানুয়ারি মাসে পুনরায় দুয়ারে সরকার ক্যাম্প চালু করতে চলেছে ।

1 thought on “দুয়ারে সরকার ক্যাম্প ! আপনার এলাকার নতুন লিস্ট দেখুন, Duare Sarkar Camp 2025”

Leave a Comment