Bima Sakhi Yojana Apply Online 2025: কেন্দ্র এবং রাজ্যের মধ্যে চলছে এক বড়ো ধরনের পাল্লা পাল্লি । নতুন বছর আসতে মাত্র কয়েকটা দিন । আর নতুন বছর শুরু হবার আগেই কেন্দ্র দিলো বড়ো চমক ॥
শুত্রের খবর অনুযায়ী জানা গেছে প্রধানমন্ত্রী পানিপথ থেকে এলআইসি বিমা সখী চালু করেছেন গত সমবারে । আরো জানা গেছে এই প্রকল্পটি কেন্দ্র মহিলাদের জন্য এনেছেন । এই প্রকল্পের মাধ্যমে এলআইসি এজেন্টের প্রশিক্ষণ দেওয়া হবে ॥
Table of Contents
শুধু প্রশিক্ষণ দেওয়া হবে এমনটা নয় । এর পাশাপাশি প্রত্যেক মাসে দেওয়া ৫ থেকে ৭ হাজার টাকা । এছাড়াও ওই মহিলারা পাবর নীতিমালার বিষয়ে কমিশন । তাহলে চলুন দেরি নয় বিষয়টি ভালো করে জেনে নেওয়া যাক ॥
আবেদন করার ২টি শর্ত ?
১) প্রথম শর্ত হিসেবে জানানো হয়েছে । যে মহিলা এই প্রকল্পের সুবিধা নিতে চাই । সেই মহিলার বয়স ১৮ থেকে ৭০ বছর বয়স এর মধ্যে হতে হবে ॥
২) দ্বিতীয় শর্ত হিসেবে জানানো হয়েছে । যে মহিলা আবেদন করবেন । সেই মহিলাকে অবশ্যই দশম শ্রেনীর উর্ক্তীর্ণ হওয়া চাই ॥
এই প্রকল্পে আবেদন কারা করতে পারবে ?
১) মনে রাখা দরকার যে যদি কোনো ব্যক্তি এলআইসির কর্মচারীদের মধ্যে একজন হয়ে থাকে । তাই ওই কর্মচারীর পরিবারে আত্মীয়রা এখানে আবেদন করতে পারবে কোনো সমস্যা নেই ॥
২) এছাড়াও এলআইসির প্রাক্তন কর্মচারী, এজেন্ট, এবং বর্তমানের এজেন্টরা খুব সহজে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে ॥
ট্রেনিং কত দিন হবে ?
এই এলআইসি বিমা সখী প্রকল্পের মাধ্যমে যারা ট্রেনিং নিবেন । তাদের ট্রেনিং চলবে ৩ বছর ধরে । প্রথম বছরে স্টাইপেন হিসেবে ৭ হাজার দ্বিতীয় বছরে ৬ হাজার তৃতীয় বছরে দেওয়া হবে ৫ হাজার । এছাড়াও এক প্রকার কমিশনও তারা পাবেন । এর থেকে বেশি জানতে অবশ্যই নিকটবর্তী এলআইসির শাখাতে যোগাযোগ করুন ॥
আবেদন কীভাবে করবেন ?
যদি আপনি আবেদন করতে ইচ্ছুক হয়ে থাকেন । তাহলে অবশ্যই নিচের দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল সাইটে চলে যাবেন । সেখানে আপনি যে তথ্য গুলো চাওয়া হবে । সেই সমস্ত তথ্য গুলো দিয়ে ফর্ম ফিলাপ করে নিবেন ॥
আরো পড়ুন: – Apply Pan Card 2.0: বিনামূল্যে প্যান কার্ড ২.০ অনলাইনে আবেদন 2025 !
জরুলি ডকুমেন্ট লিস্ট ?
পাসপোর্ট মাপের ফটো
ঠিকানার প্রমান পত্র
মাধ্যমিকের সার্টিফিকেট
বয়স এর প্রমান পত্র
Bima Sakhi Yojana Apply 2025
Bima Sakhi Yojana Apply Online 2025: কেন্দ্র এবং রাজ্যের মধ্যে চলছে এক বড়ো ধরনের পাল্লা পাল্লি । নতুন বছর আসতে মাত্র কয়েকটা দিন । আর নতুন বছর শুরু হবার আগেই কেন্দ্র দিলো বড়ো চমক ॥