Banglar Bari PWL Payment Date and 2nd Instalment Date: বাংলার বাড়ি প্রকল্পে PWL উপভোক্তাদের মে মাসে প্রথম কিস্তির ৬০,০০০ টাকা দেওয়া হবে না । টাকা দেওয়ার তারিখ পরিবর্তন করেলেন মুখ্যমন্ত্রী । তাহলে PWL উপভোক্তাদের কবে দেওয়া হবে প্রথম কিস্তির ৬০,০০০ টাকা ॥
Table of Contents
এর সাথে যারা এখন বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি পেয়েছেন । তাদের কবে দেওয়া হবে দ্বিতীয় কিস্তির টাকা । এই বিষয়টিও জানালেন মুখ্যমন্ত্রী । তাহলে চলুন এবার এই সমস্ত বিষয় গুলো জেনে নেওয়া যাক । বিভ্রান্ত নয় সঠিক জানুন ॥
আরো পড়ুন: – বাংলার বাড়ি টাকা ঢুকেনি, মেসেজ আসার পরেও ! Bangla Bari New Update 2025
রাজ্যে বাংলার বাড়ি প্রকল্প শুরু ?
কেন্দ্র বাংলাকে প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা না দেওয়াতে, রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে । পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের কোষাগার থেকে বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে, বাড়ি তৈরির ১ লক্ষ ২০ হাজার টাকা দেওয়া হবে ॥
আর যেমন কথা তেমন কাজ দেখালেন মুখ্যমন্ত্রী । ২০২৪ সালের ডিসেম্বর মাসের মধ্যেই ১২ লক্ষ মানুষদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি ৬০,০০০ টাকা দিয়েছেন । এবার প্রথম কিস্তি যারা পেয়েছেন তারা দ্বিতীয় কিস্তির অপেক্ষায় রয়েছে ॥
PWL দের টাকা দেবার তারিখ পরিবর্তন হলো ?
সরকারি সার্ভে অনুযায়ী ২৮ লক্ষ মানুষ বাংলার বাড়ি পেতে পারেন । তবে তার মধ্যে ১২ লক্ষ মানুষদের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছে । এবার আরো বাকি রয়েছে ১৬ লক্ষ । আর এই বাকি ১৬ লক্ষ মানুষদের টাকা দেবার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ॥
আরো পড়ুন: – এবার সরকার স্মার্টফোন দিচ্ছে আশা কর্মীদের ! ICDS Smartphone Announcement 2025
রাজ্যের মুখ্যমন্ত্রী এর আগের একটি সভাতে জানিয়েছিলেন । ১২ লক্ষ মানুষদের বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির ৬০,০০০ টাকা দেওয়া হলো । এবার মে মাসে বাকি ১৬ লক্ষ মানুষদের প্রথম কিস্তির ৬০,০০০ টাকা দেওয়া হবে । সাথে যারা প্রথম কিস্তি পেয়েছেন, তাদেরও দ্বিতীয় কিস্তির ৬০,০০০ টাকা দেওয়া হবে ॥
কিন্তু এই তারিখ মুখ্যমন্ত্রী পুনরায় পরিবর্তন করলেন । মে মাসে বাকি ১৬ লক্ষ মানুষদের টাকা দেওয়ার কথা । আর গত ২০ জানুয়ারি ২০২৫ তারিখে মুর্শিদাবাদের সভাতে জানান যে ডিসেম্বর মাসে দেওয়া হবে বাকি ১৬ লক্ষ মানুষদের প্রথম কিস্তির টাকা । অর্থাৎ PWL লিস্টে থাকা উপভোক্তাদের প্রথম কিস্তির ৬০,০০০ টাকা ডিসেম্বর মাসে দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর ॥
Banglar Bari 2nd Instalment Date 2025 ?
উপরে উল্লেখিত এই ঘোষণার সাথে সাথে মুখ্যমন্ত্রী আরো জানিয়েছেন যে, যারা প্রথম কিস্তির টাকা পেয়েছে তারা যেন বাড়ি তৈরির কাজ শুরু করে দেই । আর তাদের দ্বিতীয় কিস্তি দেওয়া হবে ডিসেম্বর মাসে বা তার আগে ॥
কারন হিসেবে সূত্রের খবর মারফত জানা গিয়েছে এখন প্রথম কিস্তির টাকা প্রচুর উপভোক্তারা পাইনি । এই ১২ লক্ষ মানুষদের প্রথম কিস্তির টাকা দেওয়া শেষ হলে । তার পরে পুনরায় দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কাজ শুরু হবে ॥
Banglar Bari 2nd Instalment Date 2025 ?
Banglar Bari PWL Payment Date and 2nd Instalment Date: বাংলার বাড়ি প্রকল্পে PWL উপভোক্তাদের মে মাসে প্রথম কিস্তির ৬০,০০০ টাকা দেওয়া হবে না । টাকা দেওয়ার তারিখ পরিবর্তন করেলেন মুখ্যমন্ত্রী