বাংলার বাড়ি কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর ! অভিযোগের নতুন টোল ফ্রি, Banglar Bari New 2025

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Banglar Bari New Toll Free and Update 2025: বাংলার বাড়ি প্রকল্প নিয়ে সরকারের নতুন পদক্ষেপ । যারা বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির ৬০,০০০ টাকা পেয়েছেন এবং পরবর্তীতে পাবেন । তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট ॥

বাংলার বাড়ি প্রকল্পে আগে থেকেই জিরো টলারেন্স নীতির কথা জানিয়ে ছিলেন রাজ্য সরকার । জানানো হয়েছে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট চলুন আপডেট গুলো জেনে নেওয়া যাক ॥

Banglar Bari New Update 2025 ?

বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা রাজ্য সরকার গত ১৭ই ডিসেম্বর থেকে প্রত্যেক উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকানো শুরু করেছে । আর এই টাকা উপভোক্তার অ্যাকাউন্টে ঢুকার পরে যদি কেও উপভোক্তাদের থেকে টাকা চাই বা ভাগ বসাই । তাহলে অবশ্যই এই বিষয়ে অভিযোগ জানাবেন ॥

আরো পড়ুন: – স্বাস্থ্য সাথী কার্ড অনলাইনে কিভাবে আবেদন করব? Swasthya Sathi Online Apply 2025

আর এই অভিযোগ জানানোর পরে আইনত ব্যবস্থা নেওয়া হবে । তবে বাংলার বাড়ি প্রকল্পের অভিযোগ জানাবার জন্য সরকার চালু করেছেন নতুন টোল ফ্রি নম্বর । যে টোল ফ্রি নম্বরটি অফিসিয়াল x মানে টুইটারেও জানিয়েছেন নিচে দেখুন ॥

বাংলার বাড়ি অভিযোগ টোল ফ্রি ?

বাংলার বাড়ি প্রকল্পের অভিযোগ করার জন্য সরকার চালু করেছেন ১৮০০ ৮৮৯৯ ৪৫১ এই টোল ফ্রি নম্বর । বাংলা বাড়ি সংক্রান্ত যে কোনো অভিযোগ এই নম্বরে জানাতে পারবেন । আর এই বিষয়ে জেলা প্রশাসনদেরও জানানো হয়েছে ॥

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

বাংলার বাড়ি সংক্রান্ত সরকারি নির্দেশিকা ?

বিধাননগরে পঞ্চায়েত দপ্তরের মৃত্তিকা ভবনে এই টোল ফ্রি নম্বর গুলোর একটি কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে । প্রথমে এখানে ২টি ফোন ট্রায়ালের জন্য ব্যবহার করা হয়েছে । তার পরে ১২টির মতো ফোন এখানে বসানো হয়েছে । আর এই ফোন গুলোতে টোল ফ্রি নম্বরে করা ফোন আসবে ॥

এছাড়াও জানা গেছে ৩০টির মতো ফোন এখানে বসানো হবে । আর এতে সবাই অভিযোগ করতে পারবে কোনো সমস্যা হলে । তবে আরো জানা গেছে যে এই কন্ট্রোল রুম থেকে উপভোক্তাদের কল করে জিজ্ঞাসা করা হবে যে বাড়ি তৈরির কাজ কত দূর হলো, বাড়ি তৈরি জন্য কোনো সমস্যা হচ্ছে কিনা বা বিভিন্ন রকম প্রশ্ন ॥

বাংলার বাড়ি দ্বিতীয় কিস্তির টাকা পেতে ?

বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পাবার জন্য বেশ কিছু শর্ত রয়েছে । বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পাবার পরে নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত বাড়ি তৈরি হবার পরেই দ্বিতীয় কিস্তির টাকা ঢুকবে সুবিধাভোগীদের অ্যাকাউন্টে ॥

আরো পড়ুন: – লক্ষ্মী ভান্ডারে কি অনলাইনে আবেদন করা যায়? How to apply for Lakshmir Bhandar online 2025?

এছাড়াও আরো জানানো হয়েছে যে বাড়ি তৈরি টাকাতে অন্য কেও ভাগ বসালে সমস্যায় পড়বেন সুবিধাভোগীরা । তাই এই বিষয়টি এড়িয়ে চলবেন । এবার কত আয়তনের মধ্যে বাড়ি বানাতে হবে । এই প্রশ্ন ঘোরাফেরাই কেও বাধা দিলে অভিযোগ জানাতে পারেন লোকাল থানায় অথবা আপনি সরাসরি মুখ্যমন্ত্রী টোল ফ্রি নম্বরেও জানাতে পারেন ॥

Banglar Bari New Update 2025 ?

Banglar Bari New Toll Free and Update 2025: বাংলার বাড়ি প্রকল্প নিয়ে সরকারের নতুন পদক্ষেপ । যারা বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির ৬০,০০০ টাকা পেয়েছেন এবং পরবর্তীতে পাবেন । তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট ॥

Leave a Comment