ফসলের ক্ষতিপূরণ দিচ্ছে সরকার ! আপনি কত পাবেন দেখুন, Bangla Shasya Bima Payment Check 2025

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Bangla Shasya Bima Payment Check 2025: পশ্চিমবঙ্গের সমস্ত কৃষকদের মুখ্যমন্ত্রী বড়ো একটি ঘোষণা দিলেন । প্রাকৃতিক দুর্যোগের কারনে যে সমস্ত কৃষকদের ফসলের ক্ষতি হয়েছে । সেই সমস্ত কৃষকদের এবার সরাসরি অ্যাকাউন্টে ক্ষতিপূরণের টাকা ঢুকাচ্ছেন ॥

আর রাজ্য সরকার এই টাকা ৮ই জানুয়ারি ২০২৫ থেকে রাজ্যের কৃষকদের দেওয়া শুরু করেছে । আর বাংলার কৃষকদের সাহায্য করার জন্য সরকার চালু করেছেন এই বাংলা শস্য বীম প্রকল্প । আর এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে ১ কোটি ১২ লক্ষ কৃষকদের সরকার পুরো ৩,৫৬২ কোটি টাকা সহায়তা করেছেন ॥

আরো পড়ুন: – এই মহিলাদের লক্ষীর ভান্ডার টাকা ঢুকবে না ! নতুন বছরে বড়ো ঘোষণা, Lokkhi Bhandar Taka New Rules

রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন ?

বাংলা শস্য বীমা প্রকল্পের মাধ্যমে কৃষকদের নিরাপত্তা দেবার একটি বড়ো ভূমিকা পালন করে চলেছে । আর এখানে বলা হয়েছে যে ২০২৪ এর খরিপ মরসুমের ৯ লক্ষ কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩৫০ কোটি টাকা কৃষকদের ফসলের ক্ষতিপূরণ হিসেবে দিয়েছি ॥

Bangla Shasya Bima Payment Check
Bangla Shasya Bima Payment Check

আর সরকার আরো অনেক কিছু বলেছেন । তবে যে সমস্ত কৃষকদের নাম এই বাংলা শস্য বীমা প্রকল্পে নথিভুক্ত রয়েছে । তাদের টাকা ইতিমধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকা শুরু হয়ে গেছে । এমন কি প্রতিটা কৃষকের অ্যাকাউন্টে এখন টাকা ধিরে ধিরে ঢুকে যাবে ॥

কৃষকদের কোন মরশুমের ক্ষতিপূরণ দিচ্ছে ?

মনে রাখা দরকার সরকার কৃষক বন্ধ এবং বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা ২টি মরশুমে দিয়ে থাকেন । আর এখন ২০২৪ সালের খরিফ মরশুমের টাকা সরকার কৃষকদের ক্ষতিপূরণের টাকা দিচ্ছেন । আর যারা খরিফ মরশুমে ফসলের বীমার জন্য আবেদন করেছিলেন । তাদের এখন টাকা দেওয়া হচ্ছে ॥

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Bangla Shasya Bima Payment Check ?

বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা ঢুকেছে কিনা । সেটি যানার একটি সহজ উপায় আছে । আর সেটি হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেট করা । অ্যাকাউন্ট চেক করলে খুব সহজে জানতে বা বুঝতে পারবেন যে শস্য বীমার টাকা অ্যাকাউন্ট ঢুকেছে কিনা ঢুকেনি ॥

আরো পড়ুন: – ফ্রি রেশন বন্ধ, এই কাজটি না করলে ! Free Ration Mobile Number Link 2025

অনলাইনে এই ভাবে দেখুন ?

এছাড়াও আপনারা অনলাইনে স্টাটাস দেখে বুঝতে পারবেন । আর এর জন্য আপনাকে বাংলা শস্য বীমা প্রকল্পের অফিসিয়াল ওয়েব সাইটে গিয়ে দেখতে হবে । এছাড়াও ইনসুরেন্স কম্পানির অফিসিয়াল সাইট থেকেও জানতে পারবেন ॥

ইনসুরেন্স কম্পানির সাইটে দেখুন ?

১. প্রথমে অফিসিয়াল ওয়েব সাইটে চলে আসবেন । এর লিংক নিচে পেয়ে যাবেন ॥

২. এবার আপনি এখন এই পেজে ৩টি অপশেনে পাবেন ॥

৩. প্রথম অপশেনে অ্যাপ্লিকেশন আইডি এবং দ্বিতীয় অপশেনে আপনি ভোটার আইডি দিয়ে চেক করতে পারবেন ॥

৪. এখানে আপনি ফার্মার আইডি সিলেট করে নিবেন । আর ফাকা ঘরে ভোটার কার্ড নম্বর বসিয়ে দিবেন ॥

৫. এর পরে আপনি ক্যাপচার দেখতে পাবেন । সেটি ফিলাপ করে সাবমিট বা সার্চ করবেন । তাহলে সমস্ত তথ্য দেখতে পাবেন ॥

আরো পড়ুন: – পিএম কিষাণ 6000 বদলে 12,000 টাকা ! PM Kisan Payment News

Bangla Shasya Bima Payment Check ?

Bangla Shasya Bima Payment Check 2025: পশ্চিমবঙ্গের সমস্ত কৃষকদের মুখ্যমন্ত্রী বড়ো একটি ঘোষণা দিলেন । প্রাকৃতিক দুর্যোগের কারনে যে সমস্ত কৃষকদের ফসলের ক্ষতি হয়েছে

Leave a Comment