Bangla Bari New Update, Taka Dukeni 2025: বাংলার বাড়ি প্রকল্পের টাকা ঢুকা নিয়ে অনেকের মনে অনেক রকম সমস্যা রয়েছে । যেমন মেসেজ ঢুকেছে কিন্তু টাকা ঢুকেনি ॥
Table of Contents
আবার মেসেজও ঢুকেনি টাকাও ঢুকেনি কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের চুরান্ত তালিকায় নাম রয়েছে । তাহলে কবে পাওয়া যাবে বাংলার বাড়ি প্রকল্পের টাকা এছাড়াও বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কবে দিবে রাজ্য সরকার ॥
আরো পড়ুন: – দুয়ারে সরকার ক্যাম্পে বাংলার বাড়ি ! কি কি সুবিধা থাকবে দেখুন, Duare Sarkar Camp 2025
বাংলার বাড়ি দ্বিতীয় কিস্তির ৬০,০০০ কবে দিবে ?
বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে এতো দিন কেন্দ্রীয় সরকার দেসবাসীদের ১ লক্ষ ২০ হাজার টাকা দিয়ে বাড়ি তৈরির জন্য আর্থিক সহায়তা করে আসছিলেন । কিন্তু এবার কেন্দ্র বাড়ি তৈরির টাকা না দেবার কারনে রাজ্য নিজের কোষাগার থেকে বাংলার বাড়ি প্রকল্পের টাকা দিচ্ছেন ॥
আর ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকার এই বাড়ি তৈরি টাকা মানে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির ৬০,০০০ টাকা ১২ লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে দিলেন । তবে এবারে এই প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া নিয়ে অনেক রকম কথা উঠে আসছে ॥
Bangla Bari New Update 2025 ?
এর আগের এক সভাতে মুখ্যমন্ত্রী জানিয়ে ছিলেন যে মে মাসে এই ১২ লক্ষ উপভোক্তাদের দ্বিতীয় কিস্তি দেওয়া হবে । আর আরো বাকি যে ১৬ লক্ষ উপভোক্তা রয়েছে । তাদের প্রথম কিস্তির ৬০,০০০ টাকা ১৬ লক্ষ উপভোক্তার মধ্যে থেকে ৮ লক্ষ উপভোক্তাদের দেওয়া হবে ॥
কিন্তু মুখ্যমন্ত্রীর গত কালকের এক সভাতে সম্পূর্ণ বিষয়টি উলটে দেওয়া হয়েছে । গত কালকে মানে ২০ই জানুয়ারি লালবাগ এর সভাতে এই সময় গুলো সম্পূর্ণ ভাবে ডিসেম্বর মাসে দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী যদিও প্রমান আপনাদের দিয়ে দেওয়া হবে ॥
বাংলার বাড়ি অনুমোদন মেসেজ এসেছে এবং আসেনি টাকা কবে ঢুকবে ?
এবার এখন মানে গত ২০২৪ সালের ডিসেম্বর মাসে ১২ লক্ষ উপভোক্তাদের যে ৬০,০০০ টাকা করে প্রথম কিস্তি দেওয়া হয়েছে । এই ১২ লক্ষের মধ্যে এখনও প্রচুর উপভোক্তারা বাড়ি তৈরির টাকা পাইনি । আবার এদের মধ্যে অনেকে উপভোক্তাদের অনুমোদিত মেসেজও এসেছে ॥
অনুমোদিত মেসেজ আসার পরেও এখনো বাড়ি তৈরির টাকা ঢুকেনি । আর যাদের অনুমোদিত মেসেজ আসেনি তাদের কথা না হয় বাদ দিলাম । এবার কথা হচ্ছে অনুমোদিত মেসেজ আসার পরেও টাকা না ঢুকার কারন কি ॥
দেখুন এটা কেন্দ্র দিচ্ছে না । এই টাকা রাজ্য নিজের কোষাগার থেকে দিচ্ছে । তাই যেমন যেমন রাজ্যের কাছে টাকা আসছে তেমন তেমন সরকার বাড়ি তৈরির টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকাচ্ছে ॥
আরো পড়ুন: – পিএম কিষাণ ১৯তম কিস্তি টাকা কবে ঢুকবে ? PM Kisan Next Instalment Upcoming 2025
মনে রাখা দরকার ডিসেম্বর মাস থেকে এখনও উপভোক্তাদের অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পের টাকা ঢুকছে । প্রতিদিন কম বেশি ৩ থেকে ৪ হাজার উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পের টাকা ঢুকছে ॥
রিপোর্ট অনুযায়ী ১৫ই জানুয়ারি ১৬ই জানুয়ারি ১৭ই জানুয়ারি ১৮ই জানুয়ারি ১৯ই জানুয়ারি ২০ই জানুয়ারি প্রতি দিন কম বেশি উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে । তাই অবশ্যই অপেক্ষা করুন ধিরে ধিরে টাকা ঢুকছে । সব কিছু ঠিক থাকলে টাকা ঢুকবে কাজ হচ্ছে শুধু অপেক্ষা করা ॥
Bangla Bari New Update 2025 ?
Bangla Bari New Update, Taka Dukeni 2025: বাংলার বাড়ি প্রকল্পের টাকা ঢুকা নিয়ে অনেকের মনে অনেক রকম সমস্যা রয়েছে । যেমন মেসেজ ঢুকেছে কিন্তু টাকা ঢুকেনি ॥