Bangla Bari 2nd Instalment Final Date 2025: বাংলা বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির ৬০,০০০ টাকা দেবার ফাইনাল তারিখ জানালো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তবে কবে দেওয়া হবে এই দ্বিতীয় কিস্তির টাকা । চলুন এবার এই বিষয় গুলো জেনে নেওয়া যাক ॥
বাড়ি তৈরির টাকা কেন্দ্র না দেবার কারনে পশ্চিমবঙ্গ সরকার এবার নিজে দিচ্ছে মানে রাজ্য সরকার নিজের কোষাগার থেকে বাংলা বাড়ি প্রকল্পের টাকা সাধারন মানুষদের এখন দিচ্ছেন । তবে এখন প্রথম কিস্তি ঢুকেছে এবার দ্বিতীয় কিস্তি কবে ঢুকবে ॥
Table of Contents
বাংলা বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেবার ফাইনাল তারিখ মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছে । তবে তার আগে এখনও প্রকল্পের অনেকে টাকা পাইনি । তবে তারা টাকা কবে পাবে । চলুন এই বিষয় গুলো জেনে নেওয়া যাক ॥
বাংলার বাড়ির উদ্যোগ ?
বাড়ি তৈরির টাকা কেন্দ্র দিবো শুধুমাত্র বলেই আসছে । কিন্তু টাকা দিচ্ছেন না । আর সেই জন্য রাজ্য সরকার ২০২৪ এর বাজেটে বলেছিলেন যে কেন্দ্র যদি বাড়ি তৈরি টাকা না দেই । তাহলে রাজ্য তাদের নিজেদের কোষাগার থেকে বাড়ি তৈরির টাকা দেওয়া হবে ॥
আরো পড়ুন: – ফের কেন্দ্র দিচ্ছে ২০০০ ! ফার্মার আইডি কার্ড চালু, বাধ্যতামূলক। Farmer Id Card 2025
আর মুখ্যমন্ত্রী সেই কথা রাখলেন বাংলার মানুষকে ১ লক্ষ ২০ হাজার এর মধ্যে প্রথম কিস্তির ৬০ হাজার টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছেন । আর এই টাকা নিয়ে অনেকের অনেক রকম সমস্যা রয়েছে ॥
বাংলা বাড়ি প্রথম কিস্তির টাকা ?
পশ্চিমবঙ্গ সরকার ১৭ই ডিসেম্বর ২০২৪ থেকে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির ৬০ হাজার টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকানো শুরু করেছে । আর আজ ৩এ জানুয়ারি । এখনও এই বাড়ি তৈরির টাকা সরকার উপভোক্তাদের দিচ্ছেন । তবে এখনও অনেকের টাকা ঢুকেনি ॥
সরকার জানিয়েছে যে এখন যাদের বাড়ি তৈরির টাকা ঢুকেনি । তাদের শুধুমাত্র এখন অপেক্ষা করতে হবে । কারন এক দুই নয় ১২ লক্ষ উপভোক্তাকে এই বাড়ি তৈরির টাকা দিচ্ছেন । আর যেহুতো ১২ লক্ষ মানুষ পাচ্ছে । তাই টাকা অ্যাকাউন্টে ঢুকতে একটু সময় লাগবে ॥
১২ লক্ষ মানুষের অ্যাকাউন্টে তো আর এক দিনে বা এক সঙ্গে ৬০ হাজার করে টাকা ঢুকিয়ে দেওয়া সম্ভব না । তাই আসতে আসতে ধিরে ধিরে সমস্ত উপভোক্তা এই টাকা পাবেন । তবে কেও আগে পাবে আর কেও কয়েক দিন পরে পাবে । শুধুমাত্র এতোটুকো তফাত ॥
Bangla Bari 2nd Instalment Final Date 2025 ?
এবার প্রথম কিস্তির টাকা যেহুতো সরকার দিতে লেগেছেন বা অ্যাকাউন্টে ঢুকাতে লেগেছেন । তার মানে সরকার সবাই কে প্রকল্পের টাকা দিবে কোনো চিন্তা নেই । কিন্তু এবার বিষয় হচ্ছে যে সরকার এই বাংলা বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কবে দিবে ॥
যদি আপনারা একটু অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে লক্ষ করেন । তাহলে দেখতে পাবেন যে মুখ্যমন্ত্রী নিজের মুখে বলেছে । প্রথম কিস্তির ৬০ হাজার টাকা ১২ লক্ষ মানুষকে দেওয়া হয়েছে । এবার সব উপভোক্তা যদি ঠিক ভাবে কাজ করে ॥
তাহলে এই সমস্ত উপভোক্তাদের দ্বিতীয় কিস্তি দেওয়া হবে মে মাসের মধ্যে দ্বিতীয় কিস্তির টাকা দিয়ে দেওয়া হবে । কিন্তু এখানে আরো বলা হয়েছে যে যারা টাকা পেয়েছে তারা যেন ঘরের টাকা নিয়ে অন্য খাদে ব্যবহার না করে ॥
সঠিক ভাবে কাজ করলে মে মাসের মধ্যে এই উপভোক্তা গুলোর অ্যাকাউন্টে পুনরায় প্রকল্পের দ্বিতীয় কিস্তির ৬০ হাজার টাকা ঢুকিয়ে দেওয়া হবে । তাই টাকা পেলে অবশ্যই ঘর বানিয়ে নীবেন বা কাজ শেরে নিবেন ॥
আরো পড়ুন: – কৃষকদের জন্য ৬৯,৫১৫ কোটি বরাদ্দ কেন্দ্র ! Modi Government Allocation 2025
বাংলা বাড়ি প্রথম কিস্তির টাকা না ঢুকলে কি করবেন ?
বাংলার বাড়ি প্রকল্পের টাকা যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে না ঢুকে । তাহলে আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে । কারন ১২ লক্ষ মানুষের অ্যাকাউন্টে টাকা ঢুকতে সময় লাগবে । তাই অবশ্যই অপেক্ষা করুন ঘরের টাকা পাবার জন্য ॥
Bangla Bari 2nd Instalment Final Date 2025 ?
এবার প্রথম কিস্তির টাকা যেহুতো সরকার দিতে লেগেছেন বা অ্যাকাউন্টে ঢুকাতে লেগেছেন । তার মানে সরকার সবাই কে প্রকল্পের টাকা দিবে কোনো চিন্তা নেই । কিন্তু এবার বিষয় হচ্ছে যে সরকার এই বাংলা বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কবে দিবে ॥