Bangla Awas Yojana Camp: শুরু বাংলা আবাস যোজনা পঞ্চায়েত ক্যাম্প ! 2024

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Bangla Awas Yojana Camp 2024: বাংলা আবাস প্রকল্পে শুরু পঞ্চায়েত ক্যাম্প । রাজ্য সরকার এর তরফ থেকে নেওয়া হলো বড়ো একটি পদক্ষেপ । এবারে আবাস প্রকল্পের ইউনিক আইডি চালু হতে চলেছে ॥

আবাস প্রকল্প নিয়ে অনেক রকম বিতর্ক হয়েই চলেছে । আর এ জন্য পশ্চিমবঙ্গ সরকার চালু করলেন ইউনিক আইডি । প্রশাসনের দেওয়া খবর মারফত জানা গেছে । এই ব্যবস্থার মাধ্যমে সরকার প্রত্যেকে একটি করে ইউনিক আইডি তৈরি করে দেওয়া হবে ॥

আর এই সিদ্ধান্ত নেওয়ার কারন হিসেবে জানা গেছে । আবাদ প্রকল্পের টাকা জেন সঠিক ব্যক্তিরা পাই । মানে অযোগ্য ব্যক্তিরা যেন এই প্রকল্পের সুবিধা না পাই । সেই কারনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে ॥

Bangla Awas Yojana Camp 2024 ?

কম বেশি আপনারা সবাই জানেন ট্যাব বিতরন করার সময়ে আর্থিক যে অনুদান দেওয়া হয়েছিলো । সেই সময়ে যে সমস্ত সমস্যা গুলো হয়েছিলো । তা এড়াতে এবারে আগে থেকেই আবাস প্রকল্পে সতর্ক হবার নির্দেশ দেওয়া হয়েছে ॥

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন । চলতি ডিসেম্বর মাসের ১৫ তারিখ থেকে শুরু করে ৩১ তারিখ এর মধ্যে আবাস প্রকল্পের প্রথম কিস্তির ৬০ হাজার টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি দেওয়া হবে । আর তার আগেই প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে শিবিরের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভেরিফাই এবং ইউনিক আইডি কাজ চলবে ॥

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

স্মার্ট এবং প্রযুক্তির ব্যবহার ?

খবর মারফত জানা গেছে প্রতিটা গ্রাম পঞ্চায়েতে ইন্টারনেট এবং কম্পিউটার বা লাপটপ দিয়ে এই প্রক্রিয়া শুরু করা হবে বা কাজ চলবে । আর ব্লক ভিক্তিক যে সমস্ত আধিকারিকরা রয়েছে । তারা এই কাজে নজর রাখবেন । আর এই সমস্ত কাজ গুলো দেখে নিবে ॥

Awas Yojana List: নতুন ঘরের লিস্টে নাম নেই, দ্রুত কাজটি করুন 2024?

আবাস প্রকল্পের উপভোক্তার পরিচয় যাচাই করার জন্য এখানে ওটিপি এবং বায়োমেট্রিক ব্যবহার করা একদম বাধ্যতামূলক করেছেন । যাদের আধারে মোবাইল লিংক নেই । তাদের জন্য বায়োমেট্রিক বিকল্প রাখা হয়েছে ॥

এই প্রক্রিয়ার জন্য কি কি দরকার হবে ?

স্হানীয় প্রশাসন এবং গ্রাম বা মৌজা ভিক্তি একটি করে লিস্ট তৈরি করা হবে । আর সেই লিস্ট অনুপাতে প্রত্যেক উপভোক্তাকে আলাদা আলাদা ভাবে ডেকে নেওয়া হবে । তবে ১৫০ থেকে ২০০ এর মধ্যে সীমিতি রাখা হবে ॥

আর এখানে যাবার আগে সঙ্গে বেশ কিছু ডকুমেন্ট নিয়ে যেতে হবে । যেমন ধরুন সঙ্গে করে নিয়ে যেতে হবে আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আধারে যে মোবাইল লিংক রয়েছে । সেই মোবাইল সঙ্গে করে নিয়ে যেতে হবে । যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিবেন । সেই অ্যাকাউন্টের বৈধ মোবাইলে ওটিপি পাঠিয়র ভেরিফিকেশন প্রক্রিয়ার করা হবে ॥

Krishak Bandhu Money: কৃষক বন্ধু কত জমিতে কত টাকা 2024?

আবাস প্রকল্পের আর্থিক অনুদান ?

যেহুতো ১৫ তারিখ থেকে আবাস প্রকল্পের টাকা দেওয়া হবে । তাই আবাস প্রকল্পে প্রথম কিস্তি ১২ লক্ষ উপভোক্তা ৭,২০০ কোটি টাকা ৬০ হাজার করে বিতরণ করা হবে । আর দ্বিতীয় কিস্তিতে সেম একি পরিমানের টাকা দেওয়া হবে ॥

Bangla Awas Yojana Camp 2024 ?

Bangla Awas Yojana Camp 2024: বাংলা আবাস প্রকল্পে শুরু পঞ্চায়েত ক্যাম্প । রাজ্য সরকার এর তরফ থেকে নেওয়া হলো বড়ো একটি পদক্ষেপ । এবারে আবাস প্রকল্পের ইউনিক আইডি চালু হতে চলেছে ॥

Leave a Comment