বাংলার বাড়ি দ্বিতীয় কিস্তি টাকা দেবার তারিখ ঘোষণা ! Bangla Awas Yojana 2nd Instalment Upcoming 2025

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Bangla Awas Yojana 2nd Instalment Payment Upcoming Date 2025: বাংলার বাড়ি যোজনার দ্বিতীয় কিস্তির ৬০,০০০ টাকা কবে ঢুকবে । সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন বাংলা বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেবার ফাইনাল তারিখ ॥

তবে বাংলা বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা হয়তো সবাই পেয়ে গেছেন । কিন্তু খবর মারফত জানা গেছে এখনও বেশ কিছু উপভোক্তারা বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা এখনও পাইনি । কিন্তু ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন । ‘বাংলার বাড়ি প্রকল্পের টাকা কবে’ উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকানো হবে ॥

বাংলার বাড়ি ৬০,০০০ টাকা কারা পাচ্ছে ?

কম বেশি সবাই জানেন যে ২০২২ সালে একটি সার্ভে করা হয়েছিলো । আর সেই সার্ভে যাদের নাম এসেছিলো তাদের কেন্দ্র বাড়ি তৈরির টাকা দিতেন । কিন্তু কেন্দ্র ও রাজ্য টানাপড়নের কারনে সে টাকা পশ্চিমবঙ্গের কোনো উপভোক্তা পেল না ॥

আরো পড়ুন: – বাংলার বাড়ি দ্বিতীয় কিস্তির Final তারিখ ! Bangla Bari 2nd Instalment Date 2025

আর ২০২২ সালের সার্ভে প্রধানমন্ত্রী আবাস যোজনায় করা হয়েছিলো । কিন্তু কেন্দ্র বাড়ি তৈরির ১ লক্ষ ২০ হাজার টাকাবনা দেওয়াতে রাজ্য সরকার সেই টাকা এখন উপভোক্তাদের নিজের কোষাগার থেকে দিচ্ছেন । আর সে জন্য রাজ্য সরকার কাজ শুরু করেছেন গত ২ মাস আগে থেকেই ॥

কত ধাপে বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে ?

সরকার এই বিষয়টি জানিয়েছেম যে মোট ৩৩ লক্ষ নাম রয়েছে PWL লিস্টে । তবে একবারে সবাইকে বা এক সাথে সবাইকে বাড়ি তৈরির টাকা দেওয়া সম্ভব নয় । তাই এই ৩৩ লক্ষের মধ্যে সার্ভের পরে ছাটাই বাছাই করার পরে ২৮ লক্ষ নাম দাড়িয়েছে ॥

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

আর এই ২৮ লক্ষের উপববোক্তাদের ২টি ধাপে বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়া হবে । তবে প্রথম ধাপে মানে এখন ১২ লক্ষ উপভোক্তাদের বাংলা বাড়ি প্রকল্পের টাকা সরকার রিলিজ করে দিয়েছেন । আর দ্বিতীয় ধাপে সরকার আরো ১৬ লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরির ১ লক্ষ ২০ হাজার টাকা দিবে ॥

বাংলার বাড়ি দ্বিতীয় কিস্তি টাকা দেবার তারিখ ঘোষণা? Bangla Awas Yojana 2nd Instalment Date ?

রাজ্যেত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত ৩০ তারিখে একটি অনুষ্ঠানে যোগদান করেছিলেন । আর সেই অনুষ্ঠানে বলেছেন । যারা সঠিক ভাবে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়ে বাড়ি তৈরি করবে । তাদের বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা মে মাসের মধ্যেই দিয়ে দেওয়া হবে ॥

তবে আরো বলেছেন । যারা এই বাড়ি তৈরির টাকা পেয়ে অন্য কাজে ব্যায় করে । তাহলে তাদের উপরে আইনত ব্যবস্থা নেওয়া হবে । আরো বলেছেন বাড়ি তৈরির জন্য টাকা পাচ্ছেন আপনি । তাই আপনার টাকাতে কেও ভাগ বসালে । তার উপরেও কড়া পদক্ষেপ নেওয়া হবে ॥

আরো পড়ুন: – দুয়ারে সরকার বিশেষ আধারের সুবিধা ! কোন কোন কাজ হবে ? Duware Sarkar Special Aadhaar Facility 2025

তবে যদি আপনি বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়ে থাকেন । তাহলে আর চিন্তার কোনো কারন নেই । আপনি ঘর বানিয়ে নিন সরকারের দেওয়া টাকাই । তবে মনে রাখবেন ঘরের কাজ না করালে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পেতে কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে উপভোক্তাকে ॥

https://twitter.com/BanglarGorboMB/status/1875113120202629338

বাংলার বাড়ি দ্বিতীয় ধাপে কারা টাকা পাবে ?

দেখুন ২৮ লক্ষ নাম সার্ভে করার পরে যোগ্য বলে বিবেচিত করা হয়েছে । আর এই ২৮ লক্ষের মধ্যে ১২ লক্ষ দেওয়ার কাজ ১৭ই ডিসেম্বর ২০২৪ তারিখে শুরু করেছে মুখ্যমন্ত্রী । তবে মে মাসের মধ্যে অথবা পরে আর ৮ লক্ষের মতো সুবিধাভোগীদের টাকা দেওয়া হবে যদি সব কিছু ঠিক ঠাক থাকে ॥

আর তার পরের ধাপে সরকার আরো ৮ লক্ষ সুবিধাভোগীদের বাংলার বাড়ি যোজনার টাকা দেবার কাজ সম্পূর্ণ করবেন রাজ্য সরকার । তবে এই টাকা পেতে হলে আপনাকে দ্রুত নাম নথিভুক্ত করাতে হবে এই বাংলার বাড়ি প্রকল্পে ॥

বাংলার বাড়ি প্রকল্পের নাম নথিভুক্ত ? Bangla Awas Yojana Apply 2025 ?

যদি আপনার নাম এই বাংলার বাড়ি প্রকল্পে না থাকে । তাহলে আপনি কিন্তু খুব সহজে আপনার নাম এই প্রকল্পের লিস্টে ঢুকাতে পারবেন । আর এই লিস্টে নাম ঢুকানোর জন্য আপনাকে শুধুমাত্র একটু কষ্ট করতে হবে, সরাসরি মুখ্যমন্ত্রীর নম্বর কল করতে হবে ॥

সেখানে কল করে আপনি খুব সহজে আপনার নাম এই বাংলার বাড়ি প্রকল্পে ঢুকাতে পারবেন । এছাড়াও যদি আরো কোনো সমস্যা থাকে এই প্রকল্প নিয়ে । তাহলে আপনি খুব সহজে বাংলার বাড়ি যোজনা নানা রকম অভিযোগ ওই নম্বরে জানাতে পারবেন ॥

বাংলা বাড়ি যোজনার দ্বিতীয় কিস্তি পাওয়ার জন্য কাজ গুলি করে রাখুন ? Bangla Awas Next Instalment ?

বাংলার বাড়ি যোজনার দ্বিতীয় কিস্তির ৬০,০০০ টাকা পাবার জন্য আপনাকে অবশ্যই কয়েক গুরুত্বপূর্ণ কাজ করিয়ে রাখতে হবে । তার মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সক্রিয রাখতে হবে । এর জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিংক এবং EKYC থাকা বাধ্যতামূলক ॥

আরো পড়ুন: – ফের দুয়ারে সরকার জানুয়ারি মাসে ! আপনার এলাকায় কবে । Duare Sarkar Camp Upcoming 2025

আর Bangla Awas Yojana দ্বিতীয় টাকা পাবার জন্য । আপনি যে প্রথম কিস্তির টাকা পেয়েছেন । সেই টাকা দিয়ে বাড়ি তৈরি করতে হবে । তার পরে তার ছবি তুলে প্রর্টালে আপলোড করতে হবে । এর পরে দ্বিতীয় কিস্তির টাকা উপভোক্তা পাবে ॥

Bangla Awas Yojana 2nd Instalment

Bangla Awas Yojana 2nd Instalment Payment Date 2025: বাংলার বাড়ি যোজনার দ্বিতীয় কিস্তির ৬০,০০০ টাকা কবে ঢুকবে

Leave a Comment