Awas Account Update: কোন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আবাসের টাকা ঢুকবে ? আবাস প্লাস লিস্ট ধরে রাজ্য সরকার নতুন করে সার্ভে করলেন । সার্ভে করার সময় ঘোষণা করা হয়েছিলো । ইটের গাঁথুনি থাকলে মিলবে না আবাস প্রকল্পের বাড়ি তৈরিরি টাকা ॥
এছাড়াও আরো বেশ কিছু শর্ত দিয়েছেন সরকার । কিন্তু কিছু দিন সার্ভে করার পরে দেখা গিয়েছে প্রায় ৫০ শতাংশ নাম আবাসের জন্য অযোগ্য হয়ে যাচ্ছে ॥
তাই সরকার পুনরায় ঘোষণা করলেন । ইটের গাঁথুনি থকলে মিলবে আবাসের বাড়ি তৈরির টাকা । কিন্তু এখানে বলা হয়েছিলো ঢালায় এর ছাদ থাকলে মিলবে না আবাস প্রকল্পের বাড়ি তৈরিরি টাকা ॥
যদি ইটের গাঁথুনি থাকে এবং টালির ছাওনি বা টিনের ছাওনি দেওয়া থাকে ছাদ হিসেবে । তাহলে ওই উপভোক্তা বাংলার বাড়ি মানে আবাস প্রকল্পের বাড়ি তৈরি টাকা পাবেন ॥
বাংলা আবাস যোজনার ফাইনাল লিস্ট ?
আর ইতিমধ্যে কারা বাড়ি তৈরির টাকা পাবে । তাদের নাম গুলো নিয়ে ফাইনাল লিস্ট প্রকাশিত করা হয়েছে । কিন্তু মনে রাখা দরকার যে ব্যক্তিদের নাম ফাইনাল লিস্টে রয়েছে ॥
সেই ব্যক্তিরা যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাড়ি তৈরির টাকা নিতে চাই । সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ করে রাখতে হবে । আর কাজ গুলো না করলে প্রকল্পের বাড়ি তৈরির টাকা ঢুকবে না বলে জানা গেছে ॥
কোন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আবাসের টাকা ঢুকবে ?
মনে রাখবেন ঘরের টাকা অ্যাকাউন্টে নিতে । প্রত্যেক উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিংক থাকা বাধ্যতামূলক । এছাড়াও ব্যাঙ্ক অ্যাকাউন্টে ekyc থাকাও বাধ্যতামূলক । এমন কি জানা গিয়েছে সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা জরুলি । কারন সরকার জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো প্রকল্পের টাকা দিতে চাইছে না । তবে কিছু কিছু উপভোক্তার আসতে পারে ॥
এছাড়াও জানা যাচ্ছে যে কিছু কিছু জাইগায় নাকি পুনরায় সমস্ত ডকুমেন্ট এখন আবারও জমা নিচ্ছে মেমবাররা । তবে মনে রাখবেন যে সার্ভের সময় যে গুলোর দরকার । সমস্ত জিনিষ নিয়ে নিয়ছে । তাই বিষয়টি একটু হলেও এড়িয়ে চলবেন ॥
Awas Account Update 2024 ?
আবাস প্রকল্পের বাড়ি তৈরির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে নেবার জন্য অবশ্যই ekyc এবং আধার লিংক সবার জন্য জরুলি । তাই অ্যাকাউন্ট চেক করে আপনি দ্রুত কাজটি করেনিন । অন্যথায় টাকা পাবেন না ॥
এছাড়াও যদি পরবর্তীতে আবাস প্রকল্প নিয়ে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসে । তাহলে আপনারা seranews.in এর মাধ্যমে জানতে পারবেন । তাই অবশ্যই ওয়েব সাইটে লক্ষ করবেন ॥
Awas Account Update
আবাস প্রকল্পের বাড়ি তৈরির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে নেবার জন্য অবশ্যই ekyc এবং আধার লিংক সবার জন্য জরুলি । তাই অ্যাকাউন্ট চেক করে আপনি দ্রুত কাজটি করেনিন । অন্যথায় টাকা পাবেন না ॥