স্বাস্থ্য সাথী কার্ড অনলাইনে কিভাবে আবেদন করব? Swasthya Sathi Online Apply 2025

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Swasthya Sathi Online Apply 2025: স্বাস্থ্য সাথী কার্ড অনলাইনে কীভাবে আবেদন করবেন । এছাড়াও অনলাইনে আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে । আর কারা অনলাইনে আবেদন করতে পারবে ॥

পশ্চিমবঙ্গ সরকারের চালু করা প্রকল্প গুলোর মধ্যে একটি হচ্ছে স্বাস্থ্য সাথী । এই স্বাস্থ্য সাথী প্রকল্পটিও একখ পশ্চিমবঙ্গে জনপ্রিয় হয়ে উঠেছে । তবে এই প্রকল্পে নাম কীভাবে নথিভুক্ত করাবেন এছাড়াও আরো বেশ কিছু তথ্য আজকের প্রতিবেদনের মাধ্যমে জানতে পারবেন ॥

স্বাস্থ্য সাথী কার্ড কাদের জন্য ?

সরকার এই স্বাস্থ্য সাথী কার্ড বানিয়েছেন গরিব দরিদ্রদের জন্য । কারন রাজ্যের যারা গরিব দরিদ্র মানুষ । তারা যখনি কোনো অসুস্থ হবার কারনে নার্সিংহোম বা কোনো হসপিটালে চিকিৎসা করার জন্য যাই ॥

আরো পড়ুন: – এক ঝলেকে পশ্চিমবঙ্গে রেশন কার্ড ঠিকানা পরিবর্তন? – Ration Card Address Update 2025

তখন টাকা না থাকার কারনে সঠিক ভাবে চিকিৎসা হয়না । তাই রাজ্য সরকার এর পক্ষ থেকে এই স্বাস্থ্য সাথী চালু করে হয়েছে । এই কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা করানো যাবে । আর এই সুবিধা এখন সাধারন মানুষ পেয়ে চলেছেন ॥

স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে কত টাকা দেই ?

এবার অনেকেই বলবেন যে কি এমন টাকা পরিমান এই কার্ডের মাধ্যমে দেওয়া হয় । যাতে মানুষেরা চিকিৎসা করবে । তবে জেনে রাখুন যে এই প্রকল্প বা এই স্বাস্থ্য সাথী কার্ড পিছু মানে এক একটি কার্ডে ৫ লক্ষ করে টাকা ঢুকানো থাকে ॥

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

আর এই কার্ডের টাকা যেমন খরচ হবে । পরের বছরে পুনরায় ৫ লক্ষ পুজিয়ে দেওয়া হবে । যেমন ধরুন ৫ লক্ষের মধ্যে আপনি ১.৫ লক্ষ খরচ করেছেন এই কার্ডে । তাহলে পরের বছরে ওই আপনার খরচ করা ১.৫ লক্ষ টাকা কার্ড কার্ডে ঢুকিয়ে পুনরায় ৫ লক্ষ পুজিয়ে দেওয়া হবে ॥

স্বাস্থ্য সাথী অবেদন করার জন্য কত কি খরচ হবে ?

যদি আপনার স্বাস্থ্য সাথী কার্ড না থাকে । তাহলে হয়তো আপনি ভয় করছেন যে হয়তো এই কার্ড বানানোর জন্য মেলা টাকা খরচ হবে । কিন্তু তা নয় সম্পূর্ণ বিনামূল্যো আপনি এই স্বাস্থ্য সাথী কার্ড বানাতে পারবেন ॥

স্বাস্থ্য সাথী কার্ড বানাতে কোথায় যেতে হবে ?

যদি আপনার স্বাস্থ্য সাথী কার্ড না থাকে । আর আপনি যদি স্বাস্থ্য সাথী কার্ড বানাতে চান । তাহলে আপনাকে অবশ্যই আপনার ব্লক অফিসে যেতে হবে । এছাড়াও আপনি আপনার নিকটবর্তী যে কোনো দুয়ারে সরকার ক্যাম্পে গিয়েও আবেদন করতে পারেন ॥

তবে এখন সরকার সাধারন মানুষদের কথা মাথায় রেখে স্বাস্থ্য সাথী অনলাইনে অবেদন শুরু হয়েছে । তবে অনলাইনে আবেদন করলে এর কোনো গ্যারান্টি আপনাদের দিতে পারছিনা । অফলাইনে করলে খুব তাড়াতাড়ি হবে বিশেষ করে দুয়ারে সরকারে ॥

Swasthya Sathi Online Apply 2025 ?

যদি আপনি অনলাইন থেকে স্বাস্থ্য সাথী কার্ডের আবেদন করতে চান । তাহলে নিচের পদ্ধতি ফলো করুন ॥

Swasthya Sathi Online Apply
Swasthya Sathi Online Apply

১. স্বাস্থ্য সাথী কার্ডের অফিসিয়াল ওয়েব সাইটে চলে আসবেন লিংক নিচে দেওয়া আছে ॥

২. এবার আপনি আপনার মোবাইল নম্বর বসিয়ে দিবেন । এর পরে বাইরে ক্লিক করলে ওটিপি যাবে ॥

৩. সেই ওটিপি দিয়ে লগিন করে নিবেন ॥

৪. এবার আপনার সামনে সম্পূর্ণ একটি ফর্ম চলে আসবে ॥

৫. সেই ফর্মটি সম্পূর্ণ ফিলাপ করে যেখানে যা লাগবে সব কিছু বসিয়ে সাবমিট করে দিবেন ॥

৬. তাহলে আপনার আবেদন করার কাজটি সম্পূর্ণ হবে ॥

আরো পড়ুন: – নাম দিয়ে কি আধার কার্ড পাওয়া যাবে? Aaadhaar Search by Name Free 2025

এখন আপনাকে application নম্বর দিবে । সেটি নিয়ে এবং আবেদন করার সময় দেওয়া সমস্ত ডকুমেন্ট গুলো ব্লক অফিসে গিয়ে জমা করবেন । তার পরে আপনি স্টাটাস দেখতেই থাকবেন । approved হলে কার্ড বানিয়ে নিবেন ॥

স্বাস্থ্য সাথী কর্ড বানাতে কি কি ডকুমেন্ট লাগবে ?

  • আধার কার্ড
  • রেশন কার্ড
  • জন্ম সার্টিফিকেট ( শুধুমাত্র বাচ্চাদের জন্য )
  • মোবাইল নম্বর
  • ভোটার কার্ড

স্টাটাস দেখবেন যেভাবে ?

Swasthya Sathi Online Apply
Swasthya Sathi Online Apply

১. স্টাটাস দেখার লিংকে ক্লিক করুন ॥

২. এখানে আপনি আপনার application নম্বর বসিয়ে দিবেন ॥

৩. এবার সার্চ করলে স্টাটাস দেখতে পাবেন ॥

Swasthya Sathi Online Apply 2025 ?

যদি আপনি অনলাইন থেকে স্বাস্থ্য সাথী কার্ডের আবেদন করতে চান । তাহলে নিচের পদ্ধতি ফলো করুন ॥

Leave a Comment