Panchayat All Certificate Online Apply 2025: সমস্ত পশ্চিমবঙ্গ বাসীদের জন্য রয়েছে একটি বিরাট দারুন বড়ো সুখবর । এত দিন ধরে পঞ্চায়েত এর নানান সার্টিফিকেট নেবার জন্য পঞ্চায়েতে যেতে হতো । তবেই সার্টিফিকেট পাওয়া যেতে ॥
Table of Contents
কিন্তু মনে রাখবেন এখন আর পঞ্চায়েতের কোনো সার্টিফিকেট নেবার জন্য আর যেতে হবে না পঞ্চায়েত অফিসে । আপনারা এখন হাতের স্মার্টফোন দিয়েই বাড়িতে বসে পঞ্চায়েত এর সার্টিফিকেট আবেদন করতে পারবেন । শুধু তাই নয় আবেদন করার পরে ইতিমতো অনলাইন থেকে ডাউনলোডও করতে পারবেন ॥
পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন এর নতুন সিদ্ধান্ত ?
পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তর এবার নাগরিকদের সুবিধার্থে চালু করেছেন নতুন একটি পোর্টাল । এই পোর্টাল এর মাধ্যমে আপনারা এখন পঞ্চায়েত এর সমস্ত রকম সার্টিফিকেট আবেদন করা এবং তার পরে ডাউনলোডও করে নিতে পারবেন ॥
এই সার্টিফিকেট গুলোর মধ্যে হচ্ছে পঞ্চায়েত দপ্তরের ইনকাম সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, সেম পারসন সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, ডিসটেন্স সার্টিফিকেট গুলো অনলাইন থেকে খুব সহজে আবেদন এবং ডাউনলোড করতে পারবেন ॥
আরো পড়ুন: – বড়ো ঘোষণা – কৃষকদের 12,000 টাকা দিবে সরকার ! PM Kisan Payment Increase
আগে শুধুমাত্র BDO অফিসের ইনকাম সার্টিফিকেট অনলাইন থেকে আবেদন করা যেতে । কিন্তু এখন গ্রাম পঞ্চায়েত এর দপ্তের ইনকাম সার্টিফিকেট অনলাইনে আবেদন করা যাবে । ইতে গ্রামবাসীদের অনেকটা উপকৃত হবে ॥
কোন কোন সার্টিফিকেট আবেদন করা যাবে ?
- ১. ইনকাম সার্টিফিকেট
- ২. ক্যারেক্টার সার্টিফিকেট
- ৩. রেসিডেন্সিয়াল সার্টিফিকেট
- ৪. সেম পারসন সার্টিফিকেট
- ৫. কাস্ট সার্টিফিকেট
- ৬. ডিসটেন্স সার্টিফিকেট

কোন কোন ডকুমেন্ট প্রয়োজন হবে ?
১. ছবি
২. পরিচয়পত্র
৩. বসবাসের প্রমান
৪. আধার কার্ড
৫. পাসপোর্ট
৬. ড্রাইভিং লাইসেন্স
৭. ভোটার কার্ড
৮. রেশন কার্ড
৯. প্যান কার্ড
১০. ব্যাঙ্ক অ্যাকাউন্ট
এছাড়াও আরো বেশ কিছু ডকুমেন্ট রয়েছে । যে গুলো আপনার কাজের উপরে নির্ভর করে । আপনি যে কাজ করতে চান বা যে সার্টিফিকেট আবেদন করতে চান । তার উপর নির্ভর করবে কি কি ডকুমেন্ট লাগবে ॥
Panchayat All Certificate অনলাইনে আবেদন ?
১) প্রথমে অপনাকে অফিসিয়াল ওয়েব সাইটে চলে আসবেন লিংক নিচে ॥
২) এবার আপনি panchayat management system অপশেনে ক্লিক করবেন ॥
৩) এবার আপনি citizen corner এ ক্লিক করবেন । এবার নিচে গিয়ে টিক চিহ্ন দিয়ে দিবেন ॥
৪) এখন আপনি প্রোসিড এ ক্লিক করলে আপনার মোবাই নম্বর চাইবে । মোবাইল নম্বর বসিয়ে ওটিপি দিয়ে ফাইনাল পেজে চলে যাবনে ॥
৫) এবার এখানে আপনি সমস্ত তথ্য একদম সঠিক ভাবে বসিয়ে দিবেন । এছাড়াও যে ডকুমেন্ট গুলো চাইবে । সেই ডকুমেন্ট গুলো এবং ছবি আপলোড করে সাবমিট করে দিবেন ॥
Panchayat All Certificate
Panchayat All Certificate West Bangla: সমস্ত পশ্চিমবঙ্গ বাসীদের জন্য রয়েছে একটি বিরাট দারুন বড়ো সুখবর । এত দিন ধরে পঞ্চায়েত এর নানান সার্টিফিকেট নেবার জন্য পঞ্চায়েতে যেতে হতো । তবেই সার্টিফিকেট পাওয়া যেতে ॥