PM Kisan Payment Increase 2025: দেশের কৃষকদের জন্য কেন্দ্রের বড়ো চমক । নতুন বছরের শুরু হবার আগেই পিএম কিষাণ প্রকল্পের ভাতা বাড়ানোর বড়ো ঘোষণা । আর কেন্দ্রের এই সিদ্ধান্তে দেশের কৃষকদের মুখে ফুটেছে হাসি ॥
Table of Contents
নতুন বছরে কেন্দ্রীয় সরকার দেশের কৃষকদের জন্য একটি বড়ো সুখবর নিয়ে আসছে । কৃষকদের জন্য কেন্দ্রের চালু করার পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের বছরে ৬০০০ টাকা দেওয়া হয় । এবার নতুন বছরে নাকি ৬০০০ এর বদলে ১২০০০ টাকা দেওয়া হতে পারে ॥
PM Kisan Payment Increase ( সুপারিশ নেতৃত্বে ? )
খবর মারফত জানা গেছে সংসদীয় কমিটির পক্ষ থেকে কৃষকদের জন্য কেন্দ্রের চালু করা পিএম কিষাণ প্রকল্পের টাকার পরিমান বাড়ানো । চরণজিৎ সিং কৃষি মন্ত্রকের সঙ্গে যুক্ত হয়েছন । ১৭ই ডিসেম্বর ২০২৪ তারিখে লোকসভায় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের এবারে ১৮তম লোকসভায় অনুদানের প্রথেমেই এই সুপারিশ করা হয় ॥
আরো পড়ুন: – Easy to Ration Card Transfer: বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি রেশন কার্ড ট্রান্সফার 2025 !
কমিনি তারা একদম পরিস্কার ভাবে জানিয়েছে । দেশের কৃষকদের আর আর্থিক ভাবে সাহায্য করার জন্য বছরে ৬০০০ টাকার ভাতার পরিবর্তে ১২০০০ টাকা দিতে হবে । কৃষকদের এই প্রকল্পের টাকা বাড়ানো উচিত ॥
বাজেটে বড়ো ঘোষণা হতে পারে ?
সরকারি ভাবে আগামী ১ই ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ২০২৫-২৬ এর অর্থবছরে নতুন করে বাজেট ঘোষণা হবে বা পেশ করা হবে । কমিটির সুপারিশ তার সাথে কৃষক সংগঠন গুলোর দাবির জোরে এবারের বাজেটে এই বিষটি বা কিষাণ সম্মান নিধির টাকা বাড়ানোর একটি সম্ভবনা রয়েছে ॥
তবে শুধু এবার বলে নয় । এর আগেও এই বিষয়ে কৃষক সংগঠন গুলো দাবি করেছিলো বাজেটে । বার বার এই একটাই আবেদন সরকারের কাছে করা হচ্ছে । যেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অর্থের পরিমান আগের তুলানয় বাড়ানো হয় ॥
কৃষকদের জন্য বড়ো সুখবর ?
দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারাম গত ৭ই ডিসেম্বর কৃষক সংগঠনদের নিয়ে বেঠিকে বসেছিলেন । আর এই বৈঠিকে বেশ অনেক কিছুর দাবি কৃষকদের তরফ থেকে করা হয়েছে । আর এখানে কিষাণ যোজনার কথাও আলোচনা করা হয়েছে ॥
আরো পড়ুন: – Ration 1000 Rupees: ফ্রি রেশন সাথে নগদ ১০০০ টাকা ! এই সুবিধা কাদের জন্য
তবে যদি পিএম কিষাণ প্রকল্পের টাকার পরিমান বাড়ানো হয় । তাহলে এটি কৃষকদের জন্য খুবি খুবি খিশির খবর । আর এর জন্য সবাই বা সমস্ত কৃষকরা এখন আগামি বাজেট এর জন্য অপেক্ষা করছে । বাজেট এর অপেক্ষায় এখন সবাই রয়েছে । তবে বাজেট পেশ না হওয়া পর্যন্ত এই বিষয়ে কোনো তথ্য দেওয়া যাবে না ॥
PM Kisan Payment Increase
PM Kisan Payment Increase 2025: দেশের কৃষকদের জন্য কেন্দ্রের বড়ো চমক । নতুন বছরের শুরু হবার আগেই পিএম কিষাণ প্রকল্পের ভাতা বাড়ানোর বড়ো ঘোষণা । আর কেন্দ্রের এই সিদ্ধান্তে দেশের কৃষকদের মুখে ফুটেছে হাসি ॥