WB Budget 2025 Upcoming Date – west bengal budget 2025-26 date: আগামী ১২ই ফেব্রুয়ারি রাজ্যে নতুন অর্থবছরের বাজেট প্রকাশিত হতে চলেছে । জানা গিয়েছে বিধানসভা ইলেকশন এর আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট রাজ্যের । আর ১০ই ফেব্রুয়ারি থেকে অধিবেশন ॥
১০ই ফেব্রুয়ারি অধিবেশন শুরু হবে আর ১২ই ফেব্রুয়ারি রাজ্যের পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে । আর এই বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দীমা ভট্টাচার্য । সোমবার মন্ত্রী সভাতে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ॥
Table of Contents
জানা গিয়েছে ২০২৬ সালের এপ্রিল বা মে মাসে বিধানসভা ইলেকশন । আর মমতার শেষ পূর্ণাঙ্গ বাজেট তৃতীয় দফার অধিবেশনে । এর পরে রাজ্যে বিধান সভা ইলেকশন বা ভোট ॥
WB Budget 2025
আরো পড়ুন: – ফ্রিতে প্যান কার্ড ২.০ দিচ্ছে সরকার ! দ্রুত বানিয়ে নিন, Free Pan Card 2.0 Apply 2025
কেন্দ্রের বাজেট ?
১ই ফেব্রুয়ারি ভারতবর্ষের ২০২৫-২৬ অর্থবছরের পূর্ণাঙ্গ বাজেট । আর নরেন্দ্র মোদির তৃতীয় দফার প্রথম পূর্ণাঙ্গ বাজেট হতে চলেছে । আর আগামী ১২ই ফেব্রুয়ারি রাজ্যের বাজেট সাথে সামনে রয়েছে বিধানসভা । তাই রাজ্য সরকার কিছু গুরুত্বপূর্ণ আপডেট আনবেন বলে মনে করা হচ্ছে ॥
নতুন প্রকল্প চালু হবার সম্ভবনা ?
খবর মারফত জানা যাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী বেশ কিছু নতুন প্রকল্পের ঘোষণা করতে চলেছে আগামী ১২ই ফেব্রুয়ারির বাজেটে । এছাড়াও জানা গিয়েছে সরকার রুপশ্রী থেকে শুরু করে কন্যাশ্রী সহ লক্ষীর ভান্ডার এর মতো জনপ্রিয় বা জনমুখী প্রকল্প গুলোতে কিছু নতুন সংযোজন বা নতুন কিছু সুবিধা দেবার ভাবনা রয়েছে ॥
বিধানসভা নির্বাচনের দিকে সরকারের নজর !
২০২৬ সালে রয়েছে বিধানসভা নির্বাচনা আর এই নির্বাচনের আগের তৃণমূল সরকারের শেষ একটি গুরুত্বপূর্ণ পূর্ণাঙ্গ বাজেট । জানা যাচ্ছে সরকার সামনে যেহুতো নির্বাচন রয়েছে তাই এবারও সাধারন মানুষদের মুখে হাসি ফুটাতে পারে মুখ্যমন্ত্রী ॥
আরো পড়ুন: – কাজটি করলে ১০,০০০ টাকা ! এখনি জমি বাড়ি নিন, Krishak Bandhu Land Add 2025
এছাড়াও মনে করা যাচ্ছে যে সামনে যেহুতো নির্বাচন তাই মুখ্যমন্ত্রী আগামী ১ই ফেব্রুয়ারি বাজেটে বড়ো সড়ো চমক মুখ্যমন্ত্রী দিতে পারেন রাজ্য বাসীদের । তবে কি হবে না হবে সেটি শুধুমাত্র বাজেটের দিনে জানা যাবে । এছাড়াও আরো অনেক কিছুর আপডেট রয়েছে কিন্তু বাজেট না পর্যন্ত কিছু বলা সম্ভব না ॥
WB Budget 2025
WB Budget 2025 Upcoming Date: আগামী ১২ই ফেব্রুয়ারি রাজ্যে নতুন অর্থবছরের বাজেট প্রকাশিত হতে চলেছে ।